জামাইয়ের ভুড়িভোজে শাশুড়ির এলাহি আয়োজন, পাতে সাড়ে তিনশো’র বেশি পদ : Family prepares 379 food items to serve for son in law in | Indian Express Bangla

ভুড়িভোজে শাশুড়ির এলাহি আয়োজন, জামাইয়ের পাতে সাড়ে তিনশো’র বেশি পদ

মিডিয়া রিপোর্ট অনুসারে জামাইকে স্বাগত জানাতে শাশুড়ি নিজের হাতেই রান্না করেন, ৩৭৯ রকমের আইটেম।

Family welcomes Son-in-law with 173 dish meal, Andhra Family Serves Son In Law 379 Food Items, 379 Food Items, occasion of Sankranthi festival, ast Godavari District, makar sankranti, Bhimavaram, Hyderabad, Bajji, Puri, Bitter gourd, Papads, Family Serves Son In Law 379 Food Items, Family Serves 379 Food Items,

জামাইকে স্বাগত জানাতে শাশুড়ির এলাহি আয়োজন। হরেক পদের রকমারি রান্নায় জিভে জল নেটিজেনদের। সেই ছবি তোলপাড় ফেলল নেটদুনিয়ায়। অনেকেই কমেন্টে জানিয়েছেন, ‘এত খাবার! আমরা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাব’!

জানা গিয়েছে নতুন জামাইকে বাড়িতে প্রথমবার স্বাগত জানাতে বাড়িতেই সবকটি আইটেম রান্না করেন শাশুড়ি। এমন কাণ্ডে হুঁশ উড়েছে নেটপাড়ার। মিডিয়া রিপোর্ট অনুসারে জামাইকে স্বাগত জানাতে শাশুড়ি নিজের হাতেই রান্না করেন, ৩৭৯ রকমের আইটেম। আশ্চর্যের বিষয় হল সব খাবার বাড়িতেই তৈরি। কী কী ছিল সেই আইটেমে? মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে খাবারে ৪০টি স্বাদের ভাত, ৪০টি তরকারি, ২০টি রুটি-চাটনি, ১০০ রকমের মিষ্টি ও ৭০ রমকের পানীয় ছিল মেনুতে।

অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার নরসাপুরমের একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে। কন্যা ও জামাইকে স্বাগত জানাতে পরিবারের পক্ষ থেকে মোট ৩৭৯ টি বিভিন্ন ধরণের খাবার পরিবেশন করা হয়েছিল। ১০ দিনের হাড়ভাঙা পরিশ্রম এই সকল আইটেম নিজের হাতেই তৈরি করেন শ্বশুরবাড়ির লোকেরা। মকর সংক্রান্তিতে জামাইয়ের জন্য এই ভোজ তৈরি করা হয়েছিল। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Family prepares 379 food items to serve for son in law in

Next Story
বোরখা পরা মহিলা, কাঁধে সুইগির ব্যাগ…! সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল