Advertisment

চায়ের সঙ্গে 'টা' একেবারে ফ্রি, নাচ দেখতে দেখতে মনপসন্দ চা খেতে আপনাকে আসতেই হবে এই দোকানে

চা বানানোর সময় নাচের মূল কারণ শুনে তাজ্জব হয়ে যাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Dancing chai wala,Indore famous food,Indore street food, Taste of Indore,Indore news,Mp news

MBA চা’ওয়ালা, BTECH চা’ওয়ালি, M.A ENGLISH চা’ওয়ালি এই নাম গুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সুপরিচিত। কিছু করার তাগিদে সমাজের বাঁকা নজরকে পিছনে ফেলে শিক্ষিত যুবক-যুবতীরা আজকাল চায়ের দোকান খুলতে এগিয়ে আসছেন। যে ভাবেই হোক পরিবারের পাশে দাড়ানোর তাগিদ থেকেই তরুণ তরুণিরা আজকাল চায়ের দোকান খোলার দিকে ঝুঁকছে। পাশাপাশি আজকাল, নতুন ধরনের ভিন্ন স্বাদের চা খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠছে।

Advertisment

কোথাও এমবিএ চাওয়ালা, কোথাও তন্দুরি চা আবার কোথাও চায়ের দোকানের অনন্য নামের কারণেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয় হয়ে উঠছে সেই সকল চায়ের দোকান। কিন্তু ইন্দোরে একজন চা ওয়ালা আছেন যিনি তার বিশেষ নাচের জন্য বিখ্যাত। হ্যাঁ আমরা ইন্দোরের বিখ্যাত নাচের কথা বলছি।

সেই চা বিক্রেতা শিব চা ওয়ালা নামে চা বিক্রি করেন। এই চা ওয়ালার বিশেষত্ব হল  চা বানানোর পাশাপাশি তিনি গানের তালে তালে নাচেন। এক কথায় তাকে ড্যান্সিং চা’ওয়ালা নামেও সকলেই চেনেন। বিশেষ এই স্টাইলের কারণে, শিব চা মানুষের মধ্যে এবং সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় শিবের অনেক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দূর-দূরান্ত থেকে মানুষজন আসেন, চুমুক দেন চায়ের ভাঁড়ে সেই সঙ্গে শিবের নাচও উপভোগ করেন। 

১৩ বছর ধরে তিনি এই চায়ের দোকান চালান। তার এই অনন্য স্টাইল মানুষজনের দারুণ পছন্দের। তিনি কথোপকথনে জানান, তিনি এখন শীঘ্রই নয়ডায় একটি চায়ের দোকান শুরু করতে চলেছেন। তিনি বলেন, ইন্দোরের মানুষের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। চা বানানোর সময় নাচের মূল কারণ হল আমি আমার গ্রাহকদের একটু আনন্দ দেওয়া।  তার দোকানে চায়ের দাম মাত্র ১০ টাকা থেকে শুরু। মেঘদূত গার্ডেনের সামনেই তার এই চায়ের দোকান।

viral Tea Trending News
Advertisment