New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-95.jpg)
মেগা ফ্যাশন শো! ‘মেট্রো র্যাম্প’ এখন ভাইরাল
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রঙ-বেরঙের পোশাক পরা মহিলাদের মেট্রোর কামরায় হাঁটতে।
মেগা ফ্যাশন শো! ‘মেট্রো র্যাম্প’ এখন ভাইরাল
মেট্রোতেই মেগা ‘ফ্যাশন শো’, সুন্দরী মেয়েদের থেকে চোখ ফেরানোই যেন বড় দায়! প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় মেট্রোর নানান ভিডিও ভাইরাল হয়। তবে মেট্রোতেই মেগা ‘ফ্যাশন শো’এমন টা যেন হতে পারে তা হয়তো কখনও কেউ’ই ভাবেন নি। তবে যে ভিডিও সামনে এসেছে তা দেখে চোখ একেবারে ছানাবড়া নেটিজেনদের। অনেকেই বলছেন, দিল্লি মেট্রোর ভাইরাল বাতাসে ঘুরে বেড়াচ্ছে।
এই কারণেই প্রতিদিন কোনো না কোনো মেট্রোর ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। এমনই একটি ভিডিও মানুষের মধ্যে তোলপাড় ফেলেছে। নাগপুর মেট্রোর ভিডিও দেখে অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রঙবেরঙের পোশাক পরা মহিলাদের মেট্রোর মেঝেতে হাঁটতে। যেন তারা র্যাম্পে হাঁটছেন। এই দৃশ্য দেখে অনেকেই অবাক হলেও অনেককেই দেখা ভিডিও করতে। মেট্রো র্যাম্প এখন ভাইরাল।
এই ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাগপুর_এক্সফ্যাক্টর_ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এই খবরটি লেখা পর্যন্ত দুই লাখের বেশি মানুষ এটি লাইক করেছেন এবং কোটি কোটি মানুষ ভিডিওটি দেখেছেন।