Advertisment

উসেইন বোল্টের চেয়েও জোরে দৌড়ান? ভাইরাল প্রত্যন্ত গ্রামের ঠিকা শ্রমিকের ভিডিও

১০০ মিটার যেতে শ্রীনিবাস সময় নিয়েছে ৯.৫৫ মিনিট। অর্থাৎ বোল্টের থেকে ০.০৩ সেকেন্ড সময় কম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পরিস্কার মসৃণ ট্র্যাকে নয়, কাদাজলে খানা খন্দ টপকে জোড়ায় জোড়ায় মোষের সঙ্গে দৌড়েছেন ওই ঠিকা শ্রমিক। তার গতিবেগ উইসেন বোল্টের চেয়েও বেশি ছিল বলে জানা যাচ্ছে। প্রাচীন মোষ দৌড় প্রতিযোগিতা। সুঠাম চেহারা নিয়ে ২৮ বছরের তরুণেপ দৌড়ানোর ভিডিও ও ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়। এই দৌড়ের গতিতে ওই তরুণ নাকি টেক্কা দিয়েছেন বিশ্বের দ্রুততম মানুষ, উসেইন বোল্টকে!

Advertisment

publive-image শ্রীনিবাস গৌড়া

তরুণের নাম শ্রীনিবাস গৌড়া। কর্ণাটকের বাসিন্দা। কর্নাটকের প্রত্যন্ত গ্রাম মুদাবিদরির ঠিকাশ্রমিক তিনি। উইসন বোল্টের সঙ্গে কোনো সম্পর্কও নেই তাঁর। ইনি বাড়ি নির্মাণের কাজ করেন। সোশাল মিডিয়া জুড়ে শ্রীনিবাসের সঙ্গে চলছে বোল্টের তুলনা।

জানা যাচ্ছে, উসেইন বোল্ট মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পূর্ণ করেছিলেন। এটাই এখনও পর্যন্ত ১০০ মিটারে বিশ্বরেকর্ড। এখনও কেউ এই রেকর্ড ভাঙতে পারেননি। কিন্তু, ১০০ মিটার যেতে শ্রীনিবাস সময় নিয়েছে ৯.৫৫ মিনিট। অর্থাৎ বোল্টের থেকে ০.০৩ সেকেন্ড সময় কম।

viral news viral
Advertisment