scorecardresearch

‘Uff Teri Adaa’….! ‘ডান্স ফ্লোর’ মাতিয়ে দিল বাবা-মেয়ে, দেখুন viral video

বাবার সঙ্গে ডান্স ফ্লোরে দুর্দান্ত নাচ করতে দেখা গেছে মেয়েকে, ভিডিওটি ৩২ হাজারের বেশি লাইক পেয়েছে।

Coolest Father, father daughter dancing couple, Father-daughter dancing duo won hearts, Father-daughter dance went viral, daughter danced with father in wedding ceremony, Father daughter looked very happy while dancing with each other, AJAB GAJAB NEWS, KHABRE JARA HATKE, VIRAL NEWS

বাবা-মেয়ের নাচের ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া। বিয়ের অনুষ্ঠানে বাবার সঙ্গে লেহেঙ্গা পরে মেয়েকে নাচতে দেখে অবাক সকলেই। মেয়ের সঙ্গে সমান পাল্লা দিয়ে নাচছেন বাবাও। ভিডিওটি ৩৫হাজারের বেশি লাইক পেয়েছে।

বিয়ের সিজনে বিয়ের নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়ায়। সম্প্রতি ভাইরাল হয়েছে যে ভিডিও তাতে বিয়ের অনুষ্ঠান মঞ্চে বাবার হাত ধরে মেয়ের নাচ সকলকেই মুগ্ধ করেছে। বাবা-মেয়ের এই জুটি যখন ডান্স ফ্লোরে ওঠে, তখন তাদের হাততালি দিয়ে সকলেই স্বাগত জানায়। একে অপরের সঙ্গে তাল মিলিয়ে গানের তালে পায়ের স্টেপ মিলিয়ে সকলের মন জয় করে নেয়।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে বাবা ও মেয়েকে একসঙ্গে নাচতে দেখা গেছে। বিয়ের অনুষ্ঠানের এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। লেহেঙ্গায় সজ্জিত হয়ে  বাবার সঙ্গে ডান্স ফ্লোরে দুর্দান্ত নাচ করতে দেখা গেছে মেয়েকে, ভিডিওটি ৩২ হাজারের বেশি লাইক পেয়েছে।

বিয়ের অনুষ্ঠানের এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে বাবা ও মেয়ে একসঙ্গে ডান্স ফ্লোরে ‘উফ তেরি আদা’ গানে নেচে সকলের মন জয় করেছেন। মেয়েটি নিঃসন্দেহেই ভাল নাচছিল, কিন্তু বাবার নাচ দেখে একেবারে অবাক নেটিজেনরা।  বাবা মেয়ের এই ডুয়েট মানুষজন দারুণ পছন্দ করেছেন।

ভিডিওতে বাবার স্টাইল সবাই পছন্দ করেছে এবং লোকেরা তাকে ‘কুলেস্ট ফাদার’ বলে সম্বোধন করেছেন। এমন অনেক ব্যবহারকারী মেয়েটিকে খুব ভাগ্যবান বলেও উল্লেখ করেছেন, যিনি এমন একজন বন্ধুর মত বাবা পেয়েছেন। ভিডিওটি প্রায় ৩৫ হাজার মানুষ দেখেছেন। সেই সঙ্গে ৩৪ হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।  

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Father daughter dancing mekes you wow