scorecardresearch

মা হারা এক বছরের শিশুকন্যাকে নিয়েই লড়াই জারি বাবার, এই কাহিনী চোখে জল আনবে

এই কাহিনী ভাইরাল হতেই আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা।

Kamlesh Verma, erickshaw, baliya, UP, viral, trending
মা হারা এক বছরের শিশুকন্যাকে নিয়েই লড়াই জারি বাবার, এই কাহিনী চোখে জল আনবে

মা হারা মেয়েকে নিয়ে জীবন সংগ্রাম জারি বাবার। বছর খানেক স্ত্রীকে হারিয়েছেন কমলেশ। তারপর থেকে এক বছরের মেয়েকে মানুষ করতে প্রাণপাত করছেন তিনি। মেয়ের কাছে তিনিই মা, তিনিই বাবা! বাড়িতে অসুস্থ মা, লোক রাখার সামর্থ্য নেই, অগত্যা মেয়েকে নিয়েই সকাল থেকে রাত টোটো চালান তিনি। কোমরে গামছার সঙ্গে মেয়েকে বেঁধে নিয়ে দিব্যি পাড়ি দিচ্ছেন শহরের এপ্রাপ্ত থেকে অন্য প্রান্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কমলেশের এই কাহিনী ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কমলেশ বলেন, ‘সকালে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে স্নান খাওয়া করিয়ে তারপর বাবা-মেয়ের কঠিন লড়াই শুরু’, সারাদিন মেয়েকে নিয়েই শহর চষে বেড়ান তিনি। কমপক্ষে ৫০ কিলোমিটার রাস্তা মেয়ে এভাবেই নিজের কাছে সারাদিন রেখেই পাড়ি দেন। বাবা-মেয়ের এই সংগ্রাম চোখে জল এনেছে অনেক যাত্রীর। আর এই কাহিনী ভাইরাল হতেই আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা।

কমলেশের কথায়, ‘তাঁর আত্মীয়রা মেয়েকে অন্য কারুর কাছে মানুষ করার পরামর্শ দেন। কিন্তু কমলেশ নিজের মেয়েকে নিজেই বড় করতে চান। কমলেশ বলেন, “মেয়েকে নিজের হাতেই মানুষ করতে চাই, ওকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলে নিজের পায়ে দাঁড় করাতে চাই। আমার কাছে ওই আমার বেঁচে থাকার মানে! আমার শক্তি, ওই আমার সাধের রাজকন্যা”।  

সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হতেই তা লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সোশ্যাল মিডিয়া ইউজাররা মেয়েকে মানুষ করতে কমলেশের এহেন উদ্যমকে স্যালুট জানিয়েছেন। উত্তরপ্রদেশের বালিয়ার কমলেশ রাতারাতি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Father driving e rickshaw with 1 year old daughter in his arms