New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_5882e4.jpg)
সন্তানকে মঞ্চে পারফর্ম করতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা। খুশিতে তার চোখ জলে ভরে উঠে।
সন্তানকে মঞ্চে পারফর্ম করতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা। খুশিতে তার চোখ জলে ভরে ওঠে।
সন্তানকে মঞ্চে পারফর্ম করতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা। খুশিতে তার চোখ জলে ভরে উঠে।
ছেলেকে স্টেজে পারফর্ম করতে দেখে বাবার চোখ জলে জল! ভিডিওটি দেখে আবেগে ভাসল নেটপাড়া।
'বাবা' শব্দটি ছোট হলেও বাবা সেই ব্যক্তি যিনি সন্তানের পাশে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে থাকেন। সন্তানের প্রতিটি সাফল্য তাঁকে যেমন হাসায় তেমনই সন্তানের ব্যার্থতায় বাবার চোখ জলে ভরে যায়। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যাতে সন্তানকে মঞ্চে পারফর্ম করতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা। খুশিতে তার চোখ জলে ভরে উঠে।
ভিডিওটি X-এর হ্যান্ডেল @ShoneeKapoor-এ শেয়ার করা হয়েছে। ভিডিওতে আপনি দেখতে পাবেন যে একজন ব্যক্তি দর্শকদের মাঝে দাঁড়িয়ে স্টেজে নিজের সন্তানকে মঞ্চে পারফর্ম করতে দেখছেন। সন্তানকে পারফর্ম করতে দেখে তিনি খুশি ও আবেগপ্রবণ হয়ে পড়ছেন।
খবর লেখা পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন ৩ লাখের বেশি মানুষ। ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন- গোটা বিশ্ব শুধু জানে সন্তানের কাছে বাবার মূল্য। অপর এক ব্যবহারকারী লিখেছেন- বাবা সন্তানের সবচেয়ে বড় চিয়ারলিডার।
A father is passionately watching his son's performance. pic.twitter.com/CEgAPtsjIe
— ShoneeKapoor (@ShoneeKapoor) March 8, 2024