পুত্রবধূকে বিয়ে শ্বশুরের, ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়ায়

মহিলার বয়স ২৮, যেখানে তার শ্বশুরমশাই ইতিমধ্যেই সত্তর পেরিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Uttar Pradesh, Social Media, viral Photo

উত্তরপ্রদেশে একটি বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। রিপোর্ট অনুসারে জানা গোরখপুরে নিজের বউমা কে বিয়ে করেন শ্বশুরমশাই। এমনই খবর ভাইরাল হতেই নেটপাড়ায় শোরগোল।  

Advertisment

উত্তরপ্রদেশে গোরখপুরের ঘটনায় হুলস্থুল, নিজের বউমাকে বিয়ে করলেন শ্বশুরমশাই। জানা গিয়েছে ওই মহিলার বয়স ২৮, যেখানে তার শ্বশুরমশাই ইতিমধ্যেই সত্তর পেরিয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে পুত্রবধূকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছেন ওই বৃদ্ধ। এই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনা সামনে আসতেই মানুষজনের মধ্যে শুরু হয়েছে নানান জল্পনা। জানা গিয়েছে ১২ বছর আগে নিজের স্ত্রীকে হারান কৈলাশ যাদব। অন্যদিকে পুত্রবধূ পূজার স্বামীও কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, দুজনেই পারস্পরিক সম্মতিতে এই বিয়ে করেছেন এবং পূজা তার নতুন সম্পর্ক নিয়ে খুশি।

এই বিয়ের অনুষ্ঠানে গ্রামবাসী সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিয়ে নিয়ে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। কেউ কেউ বলছেন, স্বামীর মৃত্যুর পর পূজা নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। এমন পরিস্থিতিতে পুজা তার নিঃসঙ্গ শ্বশুরকে বিয়ে করতে রাজি হয় এবং সমাজের বাঁকা নজর উপেক্ষা করেই নতুন জীবন সঙ্গীকে নিয়ে দিব্যি খুশি পুজা।

এদিকে এই বিয়ের ছবি ভাইরাল হতেই স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, ভাইরাল হওয়া ছবি থেকেই আমরা এই বিয়ের কথা জানতে পেরেছি। এ ব্যাপারে কোন অভিযোগ আমরা পাইনি, তিনি বলেন, এটা দুজনের ব্যক্তিগত ব্যাপার, কোন অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত করে বিষয়টি দেখবে।

viral UP weeding