New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_4913fa.jpg)
মেয়েকে নববধুর সাজে দেখে খানিক আবেগপ্রবণ হয়ে উঠেন বাবা। তাঁর প্রতিক্রিয়া লাখো মানুষের মন ছুঁয়ে গিয়েছে।
মেয়েকে নববধুর সাজে দেখে খানিক আবেগপ্রবণ হয়ে উঠেন বাবা। তাঁর প্রতিক্রিয়া লাখো মানুষের মন ছুঁয়ে গিয়েছে।
মেয়েকে নববধুর সাজে দেখে খানিক আবেগপ্রবণ হয়ে উঠেন বাবা। তাঁর প্রতিক্রিয়া লাখো মানুষের মন ছুঁয়ে গিয়েছে।
মেয়েকে বিয়ের সাজে দেখে অবাক বাবা। 'আনন্দাশ্রু' মুছে প্রতিক্রিয়া মন জয় নেটপাড়ার। মর্মস্পর্শী ভিডিওটিতে মেয়েকে লাল লেহেঙ্গা পরে একেবারে নববধূর সাজে দেখানো হয়েছে। মেয়েকে নববধুর সাজে দেখে খানিক আবেগপ্রবণ হয়ে উঠেন বাবা। তাঁর প্রতিক্রিয়া লাখো মানুষের মন ছুঁয়ে গিয়েছে।
প্রতিটি বাবার কাছে তার মেয়ে তার কাছে রাজকন্যার চেয়ে কম কিছু নয়। ইন্সটাতে ভাইরাল হয়েছে একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও। যেখানে মেকআপ আর্টিস্ট নববধূর সাজে মেয়ে সাজিয়ে তোলার একটি ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেন। কিন্তু ভিডিওটি মুহূর্তেই বিশেষ হয়ে উঠে কারণ মেয়েকে নববধূর সাজে দেখে বাবার প্রতিক্রিয়া ভিডিওটিতে এক আলাদা মাত্রা যোগ করেছে।
ভিডিওটিতে লাল লেহেঙ্গা পরা নববধূর সাজে একটি মেয়েকে দেখানো হয়েছে। যিনি তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। মেয়েকে নববধূর পোশাকে দেখে বিস্ময়ে চিৎকার করে উঠে বাবা বলেন, "ওহ মাই গড, তোমাকে মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড-এর মতো দেখাচ্ছে। খুব সুন্দর।" মাও মেয়েকে দেখে, সমানভাবে আবেগপ্রবণ হয়ে উঠেন।