Advertisment

Viral Video: ভালবাসায় মন জয়! মৃত সাপকে আগলে রাখল সঙ্গিনী, ভিডিও দেখে আবেগে ভাসল নেটপাড়া

Viral Video: জেসিবি অপারেটর মৃত সাপটিকে সরাতে এগিয়ে গেলে সাপটি ফণা তুলে তাকে থামায়। সাপের এই ভঙ্গি দেখে সকলে রীতিমত অবাক। এই খবর ছড়িয়ে পড়তেই সাপটিকে দেখতে গ্রামে ভিড় জমান মানুষজন।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video.

জেসিবির ধাক্কায় সাপের মৃত্যু...! Photograph: (ফাইল চিত্র)

Viral Video: জেসিবির ধাক্কায় সাপের মৃত্যু...! মৃত সাপটিকে সরাতে জেসিবি অপারেটর এগিয়ে আসলে অপর একটি সাপ ফণা তুলে তাকে বাঁধা দেয়। 

Advertisment

মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় একটি হাড়হিম ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে মাঠ পরিষ্কার করতে জেসিবির ধাক্কায় মৃত্যু হয় একটি সাপের এবং অপর একটি সাপ জেসিবির ধাক্কায় আহত হয়। ঘটনার পর আহত সাপটি তার মৃত সঙ্গীর কাছে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। সেই ঘটনা চাক্ষুষ করতে সেখানে ভিড় জমান স্থানীয় গ্রামবাসীরা। সাপের এহেন আচরণ দেখে সেখানে হাজির স্থানীয়রা বেশ অবাক। 

তথ্য অনুসারে জানা গিয়েছে,  ঘটনাটি ঘটে যখন এক কৃষক যখন জেসিবি মেশিন দিয়ে তার  জমি পরিষ্কার করছিলেন, তখনই জেসিবির ধাক্কায় একটি সাপের মৃত্যু হয়। অপর একটি সাপ জেসিবির ধাক্কার গুরুতর আহত হয়। 

Advertisment

জেসিবি অপারেটর মৃত সাপটিকে সরাতে এগিয়ে গেলে সাপটি ফণা তুলে তাকে থামায়। সাপের এই ভঙ্গি দেখে সকলে রীতিমত অবাক। এই খবর ছড়িয়ে পড়তেই  সাপটিকে দেখতে গ্রামে ভিড় জমান মানুষজন। ঘটনাটি শুধু গ্রামবাসীদের দৃষ্টি আকর্ষণ করেনি,দুটি সাপের মধ্যে এমন মানবিক বন্ধনকে কেন্দ্র করে মানুষের শুরু হয়েছে জোর গুঞ্জন। 

 

 

 

 

 

Trending
Advertisment