scorecardresearch

৪২ হাজারের খাবারে আট লাখ টিপস, হতবাক মহিলা ওয়েটার, আবেগে চোখে জল

আড়াই লাখ টাকা তিনি তার সহকর্মীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। বাকি সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে তিনি বিদেশে ছুটি কাটাতে যাওয়ার কথা ভাবছেন বলেও জানান ওই তরুণী।

large amount of cash, Odd News, Viral On Social Media, viral On Internet, Weird news, strange news, bizarre news, bizarre story, amazing news, strange news, interesting news, viral news, trending news, viral, trending,

রেস্তোরাঁয় যখন মানুষজন বন্ধু-বান্ধবের জিভে জল আনা খাবার খেতে যান, খাওয়া শেষে সকলেই রেস্তোরাঁর ওয়েটারকে কম-বেশি টিপস দিয়ে থাকেন। তেমনই এক কাহিনী এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খাবার সার্ভ করার পর গ্রাহকের থেকে আটলাখ টাকা টিপস পেয়ে হতবাক মহিলা ওয়েটার। কী করবেন কিছুই ভেবে পেলেন না। মাথা যেন তার বনবন করে ঘুরতে থাকে।

একজন মানুষ যখন সততার সঙ্গে তাঁর কাজ চালিয়ে যান এবং তার বিনিময়ে পুরস্কার পান, তখন আনন্দের সীমা থাকে না। বিশেষ করে পুরষ্কারটি যদি তার ভাবনার বাইরে হয় তাহলে কীভাবে তিনি তার খুশি প্রকাশ করবেন বুঝতে পারে না। একজন মহিলা ওয়েটারের সঙ্গেও একই রকম কিছু ঘটেছিল যখন সে তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি টিপস পায়। ঘটনাটি অস্ট্রেলিয়ার মেলবোর্নের।রেস্তোরাঁয় বন্ধুবান্ধবদের সঙ্গে খেতে আসেন এক ব্যক্তি। অর্ডার করেন ৪২ হাজার টাকার খাবার। এরপর মহিলা যখন বিল নিয়ে আসেন তিনি দেখেন ওই ব্যক্তি তাকে আট লক্ষ টাকা টিপস হিসাবে দিচ্ছেন। তা হাতে নিয়ে হতবাক হয়ে যান তিনি। জানা গিয়েছে মেয়েটির নাম লরেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সঙ্গে সঙ্গে পড়াশুনার ফাঁকেই তিনি ওয়েটারের কাজ করেন। তিনি ৪ জনের টেবিলে খাবার পরিবেশন করছিলেন। খাওয়া শেষে গ্রাহককে ৪২ হাজার টাকা বিল দিতে গেলে তিনি তাকে ৮ লাখ টাকা টিপস দেন। যা দেখে তিনি কেঁদে ফেলেন।  যদিও ম্যানেজারকে জিজ্ঞেস করেই এই টিপস নেন তিনি। এই টাকা পেয়ে লরেন খুবই খুশি এবং এর মধ্যে আড়াই লাখ টাকা তিনি তার সহকর্মীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। বাকি সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে তিনি বিদেশে ছুটি কাটাতে যাওয়ার কথা ভাবছেন বলেও জানান তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Female waiter earns 8 lakh rupees tip