অন্ন ফিরিয়ে মানবতার ডাক দিল বিহারের গ্রাম

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রামের কাছ দাঁড়িয়ে আছে শ্রমিক স্পেশাল ট্রেন। দূর থেকে ঝুড়ি করে খাবার নিয়ে ছুটে আসছেন গ্রামের লোকজন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রামের কাছ দাঁড়িয়ে আছে শ্রমিক স্পেশাল ট্রেন। দূর থেকে ঝুড়ি করে খাবার নিয়ে ছুটে আসছেন গ্রামের লোকজন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বন্যার প্রকোপে খাবারের অভাবে দিন কেটেছিল বিহারে বেগুসরাই জেলার এক গ্রামের। সেদিন ট্রেন থেকে ছোড়া খাবার খেয়ে দিন কাটিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু সেই ঋণ ভোলেন নি তাঁরা। পশ্চিমবঙ্গ-গামী শ্রমিক স্পেশাল ট্রেনের পরিযায়ী শ্রমিকদের হাতে খাবার তুলে দিয়ে মানবতার ডাক দিল বিহারের ওই গ্রাম। যার ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বেগুসরাইয়ের ওই গ্রামের কাছ দাঁড়িয়ে আছে শ্রমিক স্পেশাল ট্রেন। দূর থেকে ঝুড়ি করে খাবার নিয়ে ছুটে আসছেন গ্রামের লোকজন। ট্রেনে পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দিচ্ছেন সেই খাবার। যা দেখে অবাক নেটপাড়া।

ভিডিওটি শেয়ার করেছেন বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দা। তিনি জানিয়েছেন, "কর্ম রিটার্ন্স, আমি আমার ভারতবর্ষকে ভালোবাসি।" তিনি গোটা ঘটনাটি সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন। এরপরই নেট নাগরিকদের হাতে ভাইরাল বিহারের গ্রাম।

দেখুন ভাইরাল ভিডিও...

Advertisment

এর আগে যখন মিজোরামের শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরছিলেন, তখন ট্রেন থেকে খাবার দেওয়া হয়েছিল। সেই ভিডিও...

viral viral news