মাঝ আকাশে উথাল-পাথাল প্রেম, এয়ার হোস্টেসকে ইম্প্রেস করতে এ কী কাণ্ড ঘটালেন যাত্রী!

ইম্প্রেস করতে ফিল্মি ডায়লগ থেকে নায়কোচিত আচরণ বাদ দিলেন না কিছুই।

ইম্প্রেস করতে ফিল্মি ডায়লগ থেকে নায়কোচিত আচরণ বাদ দিলেন না কিছুই।

author-image
IE Bangla Web Desk
New Update
man flirt with air hostess in flight, shivam singh rajput Videos, Viral Video, Trending news, Social Media,

মাঝ আকাশে উথাল-পাথাল প্রেম! এয়ার হোস্টেসকে ইম্প্রেস করতে এ কী কাণ্ড ঘটালেন যাত্রী

প্রেমে কোন বয়স হয় না। কখন কার জীবনে প্রেম আসবে তা আগে থেকে কেউ'ই জানে না। বিমানে বিমান সেবিকার প্রেমে হাবুডুবু অবস্থা। করলেন এই ভয়ঙ্কর কাণ্ড। যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisment

সিনেমার চিত্রনাট্যকে হার মানাবে এমন প্রেম! বিমান সেবিকার প্রেমে পড়ে এমন কান্ড ঘটালেন এক যাত্রী যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে। ইম্প্রেস করতে ফিল্মি ডায়লগ থেকে নায়কোচিত আচরণ বাদ দিলেন না কিছুই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যাত্রী বিমান সেবিকার প্রেমে পড়েছেন। তিনি তাকে ইম্প্রেস করার চেষ্টা করছেন। তিনি সরাসরি বিমানসেবিকাকে বলেন, 'আপনি যখন এখান থেকে যাচ্ছিলেন, আপনার টিস্যুটি পড়ে গিয়েছিল।' কুড়িয়েই চোখ ছানাবড়া বিমান সেবিকার। লোকটি টিস্যুতে একটি হার্ট এঁকেছিল, যা দেখে এয়ার হোস্টেস লজ্জা পেয়ে যান। এয়ার হোস্টেস সেখান থেকে চলে যেতে শুরু করলে তখন ওই ব্যক্তি তাকে থামিয়ে জল চান। জবাবে এয়ার হোস্টেস বলেন সময় হলেই পাবেন। এর পর লোকটি বলে, 'আমাকে অনুমতি দিলে আমিও বিষ খেতেও রাজি।' এমন ফিল্মি ডায়লগ শোনার পর বিমানে ওঠে হাসির রোল।

Advertisment

@HasnaZaruriHai নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৮৩ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- আমি কখনো বিমানে চড়ি নি। এমন একটি মুহূর্ত পেতে চাই।

viral