Advertisment

Optical Illusion: এই ছবিতেই লুকিয়ে রয়েছে আসল কুকুর, বলুন তো কোথায়?

আপনি ফ্রেমে অনেকগুলি কুকুর দেখতে পাচ্ছেন এবং এই মূর্তির মধ্যেই রয়েছে রহস্য।

author-image
IE Bangla Web Desk
New Update
optical illusion, optical illusion dogs, optical illusion pictures, optical illusion images, optical illusion spot the animal, brainteasers, personality test, pick the spot, spot the difference brain test

আপনি ফ্রেমে অনেকগুলি কুকুর দেখতে পাচ্ছেন এবং এই মূর্তির মধ্যেই রয়েছে রহস্য।

মানুষের সব থেকে কাছের বন্ধু কুকুর। সোশ্যাল মিডিয়া খুললেই এখন আপনি দেখবেন, প্রিয় পোষ্যের জন্মদিন উপলক্ষে করা হয় হরেক আয়োজন। তেমন একটি পোষ্য’র জন্মদিনে তোলা একটি ছবি তৈরি করেছে দৃষ্টিভ্রমের।

Advertisment

এই ছবিতে অনেকগুলি কুকুরের সাজানো মূর্তির মাঝেই লুকিয়ে রয়েছে কুকুরটি আপনার কাজ হল সেই কুকুরটিকে খুঁজে বার করা।

পেঁচা। হয়তো আপনি একটি অপটিক্যাল বিভ্রম দ্বারা বারবার বিভ্রান্ত হচ্ছেন। হাল না ছেড়ে ঠাণ্ডা মাথায় খুঁজুন। উত্তর রয়েছে এই ছবিতেই। "বিভ্রম" শব্দটি এসেছে ল্যাটিন শব্দ illudere থেকে যার অর্থ "ঠাট্টা করা"। এই ধরণের অপটিক্যাল বিভ্রম সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এই ছবিতে কি সত্যিই একটি কুকুর লুকিয়ে আছে? যদি লুকিয়ে থাকে তাহলে সেটা কোথায়? সেটাই আপনাকে খুঁজে বের করতে হবে।

publive-image
ভাল করে দেখুন!

আপনি ফ্রেমে অনেকগুলি কুকুর দেখতে পাচ্ছেন এবং এই মূর্তির মধ্যেই রয়েছে রহস্য।  কুকুরের মূর্তিগুলির মাঝেই একটি আসল কুকুর লুকিয়ে আছে। কুকুরটিকে খুঁজে না পেলে ছবিটি আবার ভালো করে দেখুন। কুকুরটি কোথায় লুকিয়ে আছে তা দেখতে নীচে স্ক্রোল করুন।

আরও পড়ুন: <Optical Illusion:গাছের ডালেই লুকিয়ে রয়েছে একটি পেঁচা, খুঁজুন দেখি!>

যদি আপনি ১৫ সেকেন্ডের মধ্যে লুকিয়ে থাকা কুকুরটিকে খুঁজে পেতে পারেন তাহলে আপনি স্মার্ট!  ২০ শতাংশ মানুষ মাত্র ১৫ সেকেন্ডের মধ্যেই খুঁজে পেয়েছেন আসল কুকুরটিকে। আর যদি ১৫ সেকেন্ডের মধ্যে কুকুরটিকে খুঁজে না পান, তাহলে আমাদের কমেন্ট করে জানান, কত সময়ের মধ্যে আপনি কুকুরটিকে খুঁজে পেয়েছেন? আপনার মত অসংখ্য মানুষ এই কুকুরটিকে খোজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

publive-image
রইল আপনার উত্তর!

ওপরেই রইল আপনার উত্তর! দেখে নিন কোথাও লুকিয়ে ছিল কুকুরটি। তৈরি হয় পরের অপটিক্যাল বিভ্রমের জন্য। আর যত কম সময়ে আপনি উত্তর দেবেন আপনি জায়গা করে নিতে পারেন সেই সব মানুষদের মধ্যে যারা ছবি দেখার সঙ্গে সঙ্গেই উত্তর বলে দিতে পারেন।

viral Optical Illusion
Advertisment