পোষ্যকে বোতল বোতল মদ্যপানে বাধ্য করল তরুণী, ভিডিও কাণ্ডে দেশ জুড়ে শোরগোল

অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
TikTok Viral’ Legging,Dehradun Shocker,Dog Forced to Drink Beer,Uttarakhand,viral news,Viral Video,Woman Makes Dog Drink Beer"

অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

পোষ্যকে বোতল বোতল মদ্যপান, তরুণীর ভিডিও কাণ্ডে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে পোষা কুকুরকে বোতল থেকে বিয়ার পান করতে বাধ্য করছেন এক তরুণী।

Advertisment

উত্তরাখণ্ডের দেরাদুন থেকে এই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তরুণীকে তার পোষা কুকুরকে বোতল থেকে বিয়ার খাওয়াতে দেখা যাচ্ছে। ভিডিও ভাইরাল হতেই আসরে নামে উত্তরাখণ্ড পুলিশ।

অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। দেরাদুনের এসএসপি দলীপ সিং বলেছেন যে এই ধরনের ভিডিও যিনি করেছেন তাকে কোনভাবেই রেয়াত করা হবে না। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এই ধরনের ভিডিও তৈরি না করার জন্য আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণী জোর করে কুকুরের মুখে বোতল ঢুকিয়ে বিয়ার খাওয়াচ্ছেন। বিয়ার পরিবেশন করার সময় মেয়েটি হাসছেন আর সামনে দাঁড়িয়ে থাকা অপর এক ব্যক্তিটি ভিডিওটি করছেন। ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রাম হ্যান্ডেল কুশ অর্ডন থেকে। এদিকে দেরাদুন পুলিশ বলছে, শিগগিরই তরুণীর বয়ান রেকর্ড করা হবে।

viral