'চিল্ড বিয়ার' খাচ্ছে মাছ! জোর চর্চা সোশাল মিডিয়ায়

নেট নাগরিকদের একাংশ জানিয়েছে, বিরল মুহূর্ত। এমনটাও হতে পারে। মাছের তাহলে বিয়ারের স্বাদ পছন্দ!

নেট নাগরিকদের একাংশ জানিয়েছে, বিরল মুহূর্ত। এমনটাও হতে পারে। মাছের তাহলে বিয়ারের স্বাদ পছন্দ!

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল: বিয়ের আসরে মাস্ক পড়িয়ে শপথ গ্রহণ থেকে মর্মস্পর্শী ও চমকে ওঠার ভিডিও

বিরল দৃশ্য

সম্প্রতি ভাইরাল একটি মাছের ভিডিও। যিনি জল থেকে উঠে এসে এক ব্যক্তির হাত থেকে চিল্ড বিয়ার পান করছে। যা দেখে অবাক নেট পাড়া। তবে অনেকেই প্রশ্ন করেছে, এটি মাছের শরীরের জন্য ক্ষতিকারক নয়!

Advertisment

নেট নাগরিকদের অনেকেই জানিয়েছেন, মাছ এরকম ভঙ্গিতে খাচ্ছে তাও তরল পদার্থ এটা খুবই বিরল মুহূর্ত। অজস্র নেট নাগরিক এই পোস্টের তীব্র বিরোধিতা করেছে। তারা মাছের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে।

আবার নেট নাগরিকদের একাংশ জানিয়েছে, বিরল মুহূর্ত। এমনটাও হতে পারে। মাছের তাহলে বিয়ারের স্বাদ পছন্দ! সোশাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন, ভারতের বনবিভাগ আধিকারিক সুশান্ত নন্দা। তিনি জানিয়েছেন, "গরমে মাছ চিল্ড বিয়ার খাচ্ছে তার বন্ধু হাত থেকে"। এরপরই জোর চর্চা শুরু হয় সোশাল মিডিয়ায়।

Advertisment

viral viral news