scorecardresearch

বড় মাছের পেট কাটতেই বেরিয়ে এল ‘জীবন্ত’ ছোট মাছ, ভিডিও ঘিরে তুমুল চাঞ্চল্য

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ৫৪ কোটি ৪০ লাখ বার দেখা হয়েছে এবং ২২ লাখেরও বেশি ব্যবহারকারী ভিডিওটি লাইক করেছেন।

viral, trending

বড় মাছের পেট কাটতেই বেরিয়ে এল একটি ছোট জীবন্ত মাছ। এমনই এক আজব ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে বড় মাছের পেট থেকে আরেকটি ছোট মাছকে বেরিয়ে আসতে দেখা গেছে। আশ্চর্যের বিষয় হল, ছোট মাছটি জীবিত অবস্থাতেই বেরিয়ে এল। যা দেখে একেবারে তাজ্জব নেটিজেনরা।

এই ভাইরাল ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হয়েছে Furry Tails নামের একটি চ্যানেল থেকে। এই ভিডিওতে দেখা যাচ্ছে রান্নার জন্য একটি বড় মাছ কাটার সময় সেই মাছের পেট অদ্ভুতভাবে ফুলে আছে। পেট কাটতেই এরপর মাছের পেট থেকে আরেকটি মাছ বের হয়। যা দেখে সকলেই তো একেবারে অবাক।

ভিডিওটি দেখে অবাক হয়েছেন ব্যবহারকারীরা। মাছের পেট থেকে বের হওয়া মাছটি যখন জীবন্ত বেরিয়ে আসে এবং সেটি ছটফট করতে থাকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ৫৪ কোটি ৪০ লাখ বার দেখা হয়েছে এবং ২২ লাখেরও বেশি ব্যবহারকারী ভিডিওটি লাইক করেছেন। মন্তব্য করার সময়, বেশিরভাগ ব্যবহারকারীকে জলে ফেলে জীবিত মাছটিকে জলে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Fish saved alive by cutting open stomach of another fish