New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/05/oz07Sv6ai4svxiBsns4Q.jpg)
গায়ে দুর্গন্ধের জের, বিমানে দুই যাত্রীর চুলোচুলির জেরে তুমুল অশান্তি, কামড় খেলেন বিমানকর্মী
Trending News: বিমানে ঘামের দুর্গন্ধ। তাকে কেন্দ্র করে তুমুল হট্টগোল। শান্ত করতে এসে হাতে কামড় খেলেন এয়ারহোস্টেস। এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ভাইরাল হচ্ছে এই ভিডিও।
গায়ে দুর্গন্ধের জের, বিমানে দুই যাত্রীর চুলোচুলির জেরে তুমুল অশান্তি, কামড় খেলেন বিমানকর্মী
Trending News: বিমানে ঘামের দুর্গন্ধ। তাকে কেন্দ্র করে তুমুল হট্টগোল। শান্ত করতে এসে হাতে কামড় খেলেন এয়ারহোস্টেস। এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ভাইরাল হচ্ছে এই ভিডিও।
বিমানের ভেতরে দুই মহিলা যাত্রীর মধ্যে বচসা, তা গড়ায় হাতাহাতিতে। জানা গিয়েছে ঘামের দুর্গন্ধ নিয়ে বচসার জেরেই হয় হাতাহাতির ঘটনা। এই সময় একজন মহিলা এবং অন্যজনের উপর সুগন্ধি স্প্রে করতে শুরু করেন, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই দুজনকে শান্ত করতে এগিয়ে আসেন কেবিন ক্রুরা। এতে মহিলার রাগ গিয়ে পড়ে ওই কেবিন ক্রুর উপর।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, বিমান সংস্থাটি একটি বিবৃতি জারি করে বলেছে যে যাত্রী এবং কর্মচারীদের নিরাপত্তা তাদের অগ্রাধিকার। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে সংশ্লিষ্ট যাত্রীদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আরও তদন্ত চলছে। এ ধরনের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিমান সংস্থাটি। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এবং মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
A flight attendant on #ShenzhenAirlines ZH9539 was bitten by a passenger on Monday while trying to break up a violent argument onboard, causing the #flight to be delayed for 2 hours. The incident is under investigation. pic.twitter.com/35oE72SeqI
— Shanghai Daily (@shanghaidaily) April 2, 2025
সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেল
ঘটনার ভিডিওটি প্রথমে চিনের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়, যার পরে এটি দ্রুত ভাইরাল হয়ে যায়। @MustShareNews নামের একটি অ্যাকাউন্ট টুইটারে (X) এটি শেয়ার করেছে এবং দাবি করেছে যে একজন যাত্রী এক বিমান সেবিকাকে কামড়ে দিয়েছেন। কেউ কেউ এই ঘটনাটিকে অদ্ভুত এবং মজার বলে মনে করছেন, আবার কেউ কেউ যাত্রীদের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন। এই পুরো ঘটনাটি আবারও বিমান ভ্রমণের সময় যাত্রীদের সৌজন্য এবং ধৈর্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।