Advertisment

স্কুল প্রাঙ্গনে ঢুকে পড়ল দৈত্যাকার কুমির, মুহূর্তেই হুলস্থূল, পিঠে চেপেই চলল কুমির ধরা

কুমিরটিকে ধরতে গিয়ে বনকর্মীকেও যথেষ্ট বেগ পেতে হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Alligator, Alligator Rescue, shocking video, trending videos, viral videos"

স্কুল প্রাঙ্গনে ঢুকে পড়ল দৈত্যাকার কুমির। মুহূর্তেই শোরগোল। কুমিরটিকে বাগে আনার জন্য ডাক পড়ে বনকর্মীদের। উদ্ধারে আসা এক বনকর্মী খালি হাতেই কুমিরটিকে বাগে আনার চেষ্টা করেন। তার সেই অসীম সাহসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

১০ ​​ফুটের একটি দৈত্যাকার কুমির একটি স্কুল প্রাঙ্গণে ঢুকে পড়লে, বনকর্মীদের ডাকা হয় তাকে ধরার জন্য। কুমিরটিকে ধরতে গিয়ে বনকর্মীকেও যথেষ্ট বেগ পেতে হয়। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন কীভাবে ওই ব্যক্তি কুমিরটিকে ধরার চেষ্টা করছে। প্রথমে সে তার লেজ ধরে টান দেয়, কিন্তু কুমিরটি বাগে আসে না কোন ভাবেই। এর পর সে লাঠির সাহায্যে তাকে ধরার চেষ্টা করে এবং এবার সে তাতে সফল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে কিছু লোক এসে কুমিরের পিঠে বসে থাকে, নইলে কুমিরটি যেভাবে শক্তি প্রয়োগ করছিল তাকে ধরার ক্ষমতা কারোরই ছিল না। এই ভিডিওটি ফ্লোরিডার বলেই জানা গিয়েছে।

এই চাঞ্চল্যকর ভিডিওটি ব্লুকলার_ব্রলার নামের একটি আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত ৯ লাখ ৩১ হাজারের বেশি বার দেখা হয়েছে, যেখানে ৩৯ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি লাইকও করেছেন। এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও সামনে এসেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, 'কুমিরটিকে ধরার পর ছেড়ে দেওয়া হয়েছিল নাকি মেরে ফেলা হয়েছিল?', অপর একজন ব্যবহারকারী লিখেছেন, 'লোকটি যখন কুমিরটিকে ধরেছিল তখন মানুষের প্রতিক্রিয়া দেখার মতো ছিল।'

Viral Video
Advertisment