বাইক নিয়ে শূন্যে ভেসে বেড়ান, এবার হবে স্বপ্নপূরণ, মুসকিল আসানে এগিয়ে এল XTURISMO, রইলো ভিডিও

এটিই বিশ্বের প্রথম উড়ন্ত বাইক।

এটিই বিশ্বের প্রথম উড়ন্ত বাইক।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video Today,Udne Wali Bike,Flying Bike Video,Rare Video,Google Trends,World First Flying Bike,Japanese Startup,Amazing Video,Viral Video,Trending Video,Omg Video

এটিই বিশ্বের প্রথম উড়ন্ত বাইক।

বাইকে বসেই উড়ে গেলেন শূন্যে, ‘উড়ন্ত বাইক’ দেখে চোখ কপালে নেটপাড়ার। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে ওই ব্যক্তি বাইকটিকে শূন্যে উড়িয়ে দিচ্ছেন। সেই দৃশ্য দেখে মুগ্ধ সোশ্যাল মিডিয়া।

Advertisment

সারা বিশ্বের মানুষ কিছু না কিছু নতুন আবিষ্কারের জন্য অবিরাম চেষ্টা চালাচ্ছেন। কিছু মানুষ আছেন যারা বাইক চালাতে নয়, বাইক নিয়ে রীতিমত উড়ে যেতে পছন্দ করেন। এবার তাদের জন্য দারুণ খবর। বাজারে এল উড়ন্ত বাইক। বাইকটিকে বিশ্বের প্রথম উড়ন্ত বাইক হিসেবেও বর্ণনা করা হচ্ছে। এর ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে এক ব্যক্তি প্রথমে হেলিপ্যাডের মতো বাইকে চড়েন। কিছুক্ষণের মধ্যেই বাইক স্টার্ট করে বাতাসে উড়তে শুরু করেন তিনি। তাকে শূন্যে বাইক নিয়ে বাতাসে চক্কর খেতেও দেখা যায়। এর আগে এমন উড়ন্ত বাইক কেউ’ই দেখেন নি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে।

Advertisment

এই বাইকটি তৈরি করেছে একটি জাপানের একটি স্টার্টআপ। বলা হচ্ছে এটিই বিশ্বের প্রথম উড়ন্ত বাইক। এই বাইকটির নাম XTURISMO এবং এটি একটি বিলাসবহুল ক্রুজার হিসাবে চালু করা হচ্ছে।

Viral Video