Advertisment

আকাশে দিব্যি উড়ছে হরিণ, তোলপাড় ফেলা ভিডিও দেখে হুঁশ উড়েছে সকলের

আজব দৃশ্য দেখে মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
viral,viral video,viral news,trending news,trending video,google trends,News Hindi News,flying deer video,trending video on youtube,viral video on social media,ajab gajab video,Bizarre News

আজব দৃশ্য দেখে মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছেন

আকাশে দিব্যি উড়ছে হরিণ, ভিডিও দেখে নিজের চোখকেই আর বিশ্বাস করতে পারছে না মানুষজন। এমনই এক ভিডিও সম্প্রতি তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।ভিডিওতে কিছু হরিণকে শূন্যে উড়তে দেখা যাচ্ছে, যা দেখে লোকজন অবাক হয়ে তাদের 'উড়ন্ত হরিণ' বলে ডাকতে শুরু করেছে।

Advertisment

ইন্টারনেটের জগত নিজেই খুব অদ্ভুত। সম্প্রতি এক আজব দৃশ্য দেখে মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছেন । ভিডিওতে কিছু হরিণকে আকাশে উড়তে দেখা যাচ্ছে, যা দেখে লোকজন অবাক হয়ে তাদের 'উড়ন্ত হরিণ' বলেই ডাকতে শুরু করেছে।
আসলে, ভিডিওতে বাতাসে উড়তে থাকা এই হরিণগুলিকে হেলিকপ্টারের সঙ্গে বাঁধা ছিল। জীববিজ্ঞানীরা জঙ্গলের বিভিন্ন জায়গা থেকে এই প্রাণীদের ধরে জিপিএস কলার লাগিয়েছেন, যাতে তারা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে গেলে তাদের প্যাটার্ন বোঝা যায়। এই ভিডিওটি ইউটা ডিভিশন অফ ওয়াইল্ডলাইফ রিসোর্সেস (DWR) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে তার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে।

ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, 'এগুলো সান্তার উড়ন্ত হরিণ নয়। প্রকৃতপক্ষে, প্রতি বছর শীতকালে, আমাদের প্রাণী বিজ্ঞানীরা রাজ্য জুড়ে প্রায় ১২০০ টি হরিণ ধরেন এবং তাদের উপর জিপিএস কলার লাগান। তাদেরকে এমন একটি এলাকায় নিয়ে আসা হয় যেখানে তাদের নিরাপদে বনে ছেড়ে দেওয়ার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টা আমাদের হরিণের স্থানান্তরের ধরণগুলি নিরীক্ষণ এবং বুঝতে সাহায্য করে।

ভিডিওতে দেখা যায়, বাতাসে উড়তে থাকা হেলিকপ্টারের সঙ্গে একটি দড়ি বেঁধে রাখা হয়েছে, তাতে হরিণগুলো ঝুলছে। এ সময় তার চোখে চোখ বেঁধে দেয়া হয়েছে, যাতে তারা ভয় না পায়। পরবর্তীতে ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে অল্প দূর যাওয়ার পর তাদের মাটিতে নামানো হয়। ভিডিওতে হরিণের গায়ে জিপিএস বসাতে দেখা যাচ্ছে কয়েকজনকে। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা।

Viral Video
Advertisment