Advertisment

ডেলিভারি বয়-এর কণ্ঠে গান শুনে তাজ্জব নেটপাড়া

খাবার ডেলিভারি বয়-এর কন্ঠে 'গোরি তেরা গাঁও বাড়া প্য়ায়ার' গানটি শুনে অবাক নেট পাড়া। শেয়ার লাইক কমেন্টের দৌলতে বর্তমানে ভাইরাল প্রাণজিৎ হালোই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোশাল মিডিয়ার মাধ্যমেই সম্ভব। লুকিয়ে থাকা প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে সিদ্ধহস্ত এই ময়দান। তবে তার জন্য প্রয়োজন একজনকে, যে এই প্রতিভার কদর করে সেটিকে প্রকাশ্যে তার প্রোফাইলে আপলোড করবে। তারপর সোশাল মিডিয়া নিজের তাগিদেই নেট নাগরিকদের কাছে পৌঁছে দেবে। এরকমই এক ফেসবুক ইউজার গৌহাটির জোম্যাটো ডেলিভারি বয়-এর কণ্ঠে গান শুনে তা রেকর্ড করে শেয়ার করেন ফেসবুকে। তারপর নিয়ম মেনে অগত্যা ভাইরাল।

Advertisment

ভিডিওটি শেয়ার করেছে অণির্বান চক্রবর্তী। 'গোরি তেরা গাঁও বাড়া পেয়ার' গানটি গেয়ে নেট নাগরিকদের মন জয় করছে ডেলিভারি বয় প্রাণজিৎ হালোই। আপনি শুনেছেন?

Read the full story in English 

Advertisment