Advertisment

Ram Mandir: প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে চা-সিঙ্গারা একেবারে ফ্রি, তোলপাড় ফেলা দাবি চপ বিক্রেতার

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। সেজে উঠেছে অযোধ্যা। লাখ লাখ রাম ভক্ত অযোধ্যায় ইতিমধ্যেই ভিড় করেছে। এর মধ্যেই দেখা মিলল সত্যিকরের এক রাম ভক্তের। যিনি রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সকলকে বিনামূল্যে সিঙ্গারা খাওয়াবেন বলে দাবি করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
RAM MANDIR AYODHYA,ram mandir murti,Ayodhya Ram Mandir,ayodhya ram mandir aarti,ayodhya ram mandir area,ayodhya ram mandir at night,AYodhya Ram Mandir bhoomi Pujan,ayodhya ram mandir ceremony details,gift,consecration ceremony,viral,video,Twitter,ayodhyas ram mandir,ram mandir inauguration,ram mandir in ayodhya,ayodhya ram mandir news,ram mandir nirman,ram mandir news,ayodhya ka ram mandir,ram mandir construction,ram mandir construction update,ayodhya ram"

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। সেজে উঠেছে অযোধ্যা। লাখ লাখ রাম ভক্ত অযোধ্যায় ইতিমধ্যেই ভিড় করেছে। এর মধ্যেই দেখা মিলল সত্যিকরের এক রাম ভক্তের। যিনি রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সকলকে বিনামূল্যে সিঙ্গারা খাওয়াবেন বলে দাবি করেছেন।

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। সেজে উঠেছে অযোধ্যা। লাখ লাখ রাম ভক্ত অযোধ্যায় ইতিমধ্যেই ভিড় করেছে। এর মধ্যেই দেখা মিলল সত্যিকরের এক রাম ভক্তের। যিনি রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সকলকে বিনামূল্যে সিঙ্গারা খাওয়াবেন বলে দাবি করেছেন। তার কাহিনী সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।সারাদেশের মানুষ প্রাণ প্রতিষ্ঠা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এর মাঝেই দেখা মিলল এক স্ট্রিট ফুড স্টলের মালিকের। তিনি ২২ জানুয়ারি বিনামূল্যে সিঙ্গারার আমন্ত্রণ জানাচ্ছেন।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসাবে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং ভারত ও বিদেশ থেকে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই রাম নগরীতে পৌঁছেছেন। সারাদেশের মানুষ প্রাণ প্রতিষ্ঠা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এর মাঝেই স্ট্রিট ফুড স্টলের মালিকের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যিনি প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে একেবারে ফ্রি'তে সিঙ্গারা খাওয়ানোর অঙ্গীকার করেছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে, ফুড স্টলের মালিক ২২ জানুয়ারি সবাইকে বিনামূল্যে সিঙ্গারা খেতে যেতে আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি বলেন, তিনি গরিব হলেও রাম মন্দির নির্মাণের আনন্দে তিনি ২২ জানুয়ারি বিনামূল্যে চা-সিঙ্গারা খাওয়াবেন স্টলে আগত সকলকে।
ভিডিওটি 8.5 লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এবং প্রায় 60 হাজার লাইক পেয়েছে। অনেকে ভিডিওটিতে মন্তব্যও করছেন, কেউ ব্যক্তিটিকে সত্যিকরের রাম ভক্ত বলে উল্লেখ করেছেন। মন্তব্য করতে গিয়ে এক ব্যবহারকারী লিখেছেন, আপনি একজন গরিব মানুষ হতে পারেন, কিন্তু আপনার মন অনেক বড়। আর একজন লিখেছেন, ভাই আপনার মতো 'ধনী' খুব কমই আছে।

Viral Video
Advertisment