New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-158.jpg)
মহিলা ফুটবলারের কাণ্ডে হেসে খুন নেটিজেনরা
বল পায়ে মাঠ শাসন করতে গিয়েই বিপত্তি
মহিলা ফুটবলারের কাণ্ডে হেসে খুন নেটিজেনরা
আজকাল বল পায়ে মহিলাদেরও মাঠে দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমনই নানান ভিডিও ভাইরাল হয়েছে এর আগেও। সম্প্রতি এক মহিলা ফুটবলারের ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে মাঠে অনুশীলনের সময় গোলপোস্টে ধাক্কা খেয়ে ফুটবলটি ফিরে এসে মহিলা খেলোয়াড়ের মাথায় আঘাত করে। ঘটনায় চমকে উঠে মাঠেই বসে পড়েন ওই মহিলা ফুটবলার। ভিডিও ভাইরাল হতেই হাসির রোল নেটপাড়ায়। অনেকেই মহিলা ফুটবলারের অনুশীলনের প্রশংসা করার পাশাপাশি তার ফুটবল প্রেম দেখে অবাক হয়ে গিয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। @thingsoflife_12 নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা খেলোয়াড় ফুটবলকে সজোরে লাথি মারার সঙ্গে সঙ্গে ফুটবলটি গোলপোস্টে আঘাত করার সঙ্গে সঙ্গেই ফুটবলটি ফিরে এসে সরাসরি মহিলার মাথায় আঘাত করে। মহিলা ওই খেলোয়াড় এমনটা হবে তা ধারণাও করতে পারেন নি। এমন পরিস্থিতিতে ফুটবলের আঘাতে তিনি মাঠেই পড়ে যান।
— People Repenting (@thingsoflife_12) April 10, 2023
মহিলা খেলোয়াড় মাটিতে পড়ে যেতে দেখেই তার সঙ্গীরা হাসতে শুরু করেন। ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়াতেও ইউজাররা হেসে খুন। খবর লেখা পর্যন্ত ভিডিওটি ৫৯ হাজারের বেশি বার দেখা হয়েছে। ভিডিওটি দেখে ব্যবহারকারীরা তাদের মজার প্রতিক্রিয়া জানাচ্ছেন। কিছু লোকের মতে, এটি বেশ মজার, আবার কেউ কেউ এটিকে খুব বিপজ্জনক বলে মনে করছেন। বেশিরভাগই মনে করেন খেলোয়াড়ের উচিত ফুটবলের দিকে শেষ পর্যন্ত নজর রাখা।