কথায় আছে শাড়িতেই নারী! আজকাল মেয়েরা হাল ফ্যাশানের সঙ্গে তাল মেলাতে নানান পোশাক পড়লেও শাড়িতে মহিলারা যেন সব সময়ের একটু বেশি চনমনে! এবার শাড়ি পরেই পায়ে বল নিয়ে মাঠে দাপিয়ে ফুটবল খেললেন মহিলারা। এমনই বিরল দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেণ্ড করছে। মহিলাদের সেই ফুটবল ম্যাচের ভিডিও আগুনের বেগে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ফুটবল প্রতিযোগিতায় এভাবে মহিলাদের অংশগ্রহণ দেখে সকলেরই চোখ একেবারেই ছানাবড়া। মহিলারা শুধু রান্নাঘরে নয় ময়দানেও শাড়ি পরে যথেষ্ট স্বছন্দ।
প্রতিযোগিতায় শাড়ি পরে মহিলাদের দাপিয়ে ফুটবল খেলতে দেখা গেছে। শাড়ি পরে একের পর এক ফ্রি কিকে ঝড় তুলে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন তারা। ম্যাচ দেখতে ভিড় ছিল চোখে পড়ার মত। বিশেষ বিষয় হল এই মহিলা ফুটবল ম্যাচে অংশ নিয়েছেন ২৫ থেকে ৫০ সব বয়সি মহিলারাই।
এই প্রতিযোগিতার আয়োজক অঞ্জলি বটরা বলেছেন যে তিনি নিজেই এই টুর্নামেন্টের দায়িত্ব সামলাচ্ছেন একা হাতেই। প্রথম ম্যাচে জয়ী পিঙ্ক ব্লু দলের খেলোয়াড়রা ম্যাচ জিতে বেজায় উচ্ছ্বসিত। তারা এই ম্যাচে তারা জিতেছেন বলেছেন মাঠে শাড়ি পড়ে গোল করে প্রমাণ করেছেন ‘মহিলা শাড়িতে যে কোন কাজই অনায়াসেই করতে পারে।’
গোয়ালিয়রের এমএলবি গ্রাউন্ডে একটি মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং এই প্রতিযোগিতার নাম ছিল 'শাড়িতে গোল'। এটি দুই দিনের ইভেন্ট ১০টি মহিলা দল অংশগ্রহণ করছে। কুইন্স দলের খেলোয়াড় অঙ্কিতা ত্রিপাঠি বলেছেন যে তিনি ম্যাচটি নিয়ে তিনি খুবই উত্তেজিত। ম্যাচ খেলতে নামার জন্য সকালে যোগাসনও করেছেন তিনি। এরপর পরিবারের জন্য রান্না ও বাড়ির যাবতীয় কাজ সেরে মাঠে আসেন ম্যাচ খেলতে। ম্যাচটা খেলতে রীতিমত উচ্ছ্বসিত তিনি। মোট ১০ টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।