New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_125f26.jpg)
শিবের তাণ্ডব নৃত্যে মাতোয়ারা বিদেশিনী।
এক বিদেশি মহিলাকে শিব তাণ্ডব স্তোত্রমে মঞ্চে দুধর্ষ নাচ করতে দেখা যাচ্ছে। বিশেষ আকর্ষণ তরুণীর সঙ্গে তার প্রিয় পোষ্য তাকে অনুকরণ করে মঞ্চে দুর্দান্ত ডান্স স্টেপে পা মেলাচ্ছে ।
শিবের তাণ্ডব নৃত্যে মাতোয়ারা বিদেশিনী।
শিবের তাণ্ডব নৃত্যে মাতোয়ারা বিদেশিনী। তোলপাড় ফেলা নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আজকাল, একটি ডান্স রিয়েলিটি শো'য়ের একটি ভিডিও মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। যেখানে এক বিদেশি মহিলাকে শিব তাণ্ডব স্তোত্রমে মঞ্চে দুধর্ষ নাচ করতে দেখা যাচ্ছে। বিশেষ আকর্ষণ তরুণীর সঙ্গে তার প্রিয় পোষ্য তাকে অনুকরণ করে মঞ্চে দুর্দান্ত ডান্স স্টেপে পা মেলাচ্ছে । সামনেই বসে রয়েছেন বিচারকরা। তারা মহিলার এহেন পারফরম্যান্স দেখে রীতিমত অবাক।
ভিডিওতে দেখা যায় যে মঞ্চে ভারতীয় পোশাকে এক বিদেশি মহিলা শিব তান্ডব স্তোত্রমে ডান্স করছেন। ভিডিওর পটভূমিতে বাজছে শিব তান্ডব স্তোত্রম। তার সঙ্গে মঞ্চে তার পোষ্যকেও ডান্স স্টেপে পা মেলাতে দেখা গিয়েছে।
ওই বিদেশি তরুণী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @anastasiia_beaumont থেকে এই ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওটি পোস্ট করার সময়, মহিলা লিখেছেন- 'আমি সবসময় ভারতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট। ভারতীয় সংস্কৃতি সবসময়ের জন্য আমাকে মুগ্ধ করে'।
ভারতীয় নৃত্যশিল্পী পিঙ্কি যাদবের কাছ থেকে এই নাচের অনলাইন ক্লাসের প্রশিক্ষণও নিয়েছেন ওই মহিলা। ভিডিও আপলোড করার পরে এটি ভাইরাল হয়ে যাবে এবং এটি ৩০ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন।