Advertisment

বাড়ি থেকে গোখরো উদ্ধার করলেন মহিলা বন আধিকারিক, দেখুন সেই ভাইরাল ভিডিও

তাকে তাঁর সাহসিকতার জন্য কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহিলার এমন সাহসিকতায় মুগ্ধ সকলেই

বাড়িতে ঘাপটি মেরে লুকিয়ে ছিল একটি গোখরো সাপ। যা দেখে কার্যত চোখ কপালে উঠে যায় গৃহস্থের। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বন বিভাগে। খবর পেয়েই এলাকায় আসেন বন বিভাগের কর্তারা। সঙ্গে আসে এক মহিলা বন বিভাগের আধিকারিক। অসীম সাহসিকতার সঙ্গে সাপটিকে ধরে উদ্ধার করে আনেন। এমন ভিডিও প্রকাশ্যে আসতেই তা ঝড়ের বেগে ছড়িয়ে পরে। জানা যায় বন দফতরের আধিকারিক রোশিনী সাপ ধরার ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ। এর আগেও অনেকগুলি সাপকে ধরেছেন তিনি। ভাইরাল এই ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৫০ হাজারের বেশি ভিউ হয়েছে। ঘটনাটি কেরলের।

Advertisment

দেখুন সেই ভিডিও:

ভাইরাল এই ভিডিওতে দেখা যায়, সাপটির লেজ ধরে একটি হুক জাতীয় কিছু দিয়ে সেই সাপটির ঘাড়ের কাছে চেপে ধরেন, তাতে করে সাপটি কার্যত নড়াচড়া করতে পারেনা। এরপর তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। সারা দেশে বন বিভাগে নারী বাহিনীর সংখ্যা উল্লেখ যোগ্য ভাবে বাড়ছে। অনেকেই মহিলার এমন সাহসিকতায় মুগ্ধ হয়েছে। তাকে তাঁর সাহসিকতার জন্য কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

Lady forest officer Cobra kerala
Advertisment