Advertisment

খালি হাতে কোবরা উদ্ধার, শিহরণ জাগানো ভিডিওয় আতঙ্ক

ভয়ঙ্কর কোবরা সাপ ধরছেন এক ব্যক্তি। তাও আবার খালি হাতে। এই ভিডিও পোস্ট পেতেই তা ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সর্পকুলে সবথেকে বিষধর বলে পরিচিত এই সাপ। নাম শুনলেই আতঙ্কের শিহরণ খেলে যায় সারা শরীরে। সেই কোবরা সাপই এবার খালি হাতে ধরলেন বনবিভাগের একজন আধিকারিক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা ভাইরাল। টুইটারে এই ভিডিও প্রথমে শেয়ার করেন বনবিভাগের অন্য এক কর্তা শৈলেন্দ্র সিং। তারপরেই সেই ভিডিও ঝড় তুলে দিয়েছে নেট পাড়ায়।

Advertisment

ভাইরাল হয়ে যাওয়া সেই সাপ ধরার ভিডিও মাত্র দু মিনিটের। ছোট এই ভিডিও ক্লিপেই দেখা যাচ্ছে গোয়ার কটিগাঁও ওয়ার্ল্ড লাইফ অভয়ারণ্য এ একজন খালি হাতেই প্রচন্ড বিষধর কোবরা সাপ ধরলেন।

ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে, একজন আধিকারিক একটি বাড়ির উপরের চালায় টালি সরাচ্ছেন সরীসৃপের সন্ধান করার জন্য। এর পরে কোবরার খোঁজ পেতেই সাপ ধরার লাঠির সাহায্যে সেটিকে পাকড়াও করছেন। তারপরে সাপটিকে নীল রঙের একটি বস্তায় বন্দি করা হয়।

সেই ভিডিও শেয়ার করেই শৈলেন্দ্র সিং লেখেন, "বনবিভাগের লোকজনদের যে কেবলমাত্র বাঘ, চিতাবাঘ বা হাতির মোকাবিলা করতে হয়, এমনটা নয়। গোয়ার কটিগাঁও অভয়ারণ্য এ কোনো আড়ম্বর ছাড়াই সঠিকভাবে কোবরাকে উদ্ধারকাজ চালানো হল।"

টুইটারে এই ভিডিও শেয়ার করার পরেই উন্মাদনার ঢেউ নেটিজেনদের মধ্যে। কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওর ভিউ ৩০ হাজার ছাড়িয়েছে। ব্যাপকভাবে শেয়ারও করা হচ্ছে এই পোস্ট।

/p>

&

অনেক নেটিজেনই বনবিভাগের সংশ্লিষ্ট আধিকারিকের সাহসের প্রশংসা করেছেন। অনেকে আবার উদ্ধারকারী ব্যক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশও করেন।

viral viral news
Advertisment