সর্পকুলে সবথেকে বিষধর বলে পরিচিত এই সাপ। নাম শুনলেই আতঙ্কের শিহরণ খেলে যায় সারা শরীরে। সেই কোবরা সাপই এবার খালি হাতে ধরলেন বনবিভাগের একজন আধিকারিক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা ভাইরাল। টুইটারে এই ভিডিও প্রথমে শেয়ার করেন বনবিভাগের অন্য এক কর্তা শৈলেন্দ্র সিং। তারপরেই সেই ভিডিও ঝড় তুলে দিয়েছে নেট পাড়ায়।
ভাইরাল হয়ে যাওয়া সেই সাপ ধরার ভিডিও মাত্র দু মিনিটের। ছোট এই ভিডিও ক্লিপেই দেখা যাচ্ছে গোয়ার কটিগাঁও ওয়ার্ল্ড লাইফ অভয়ারণ্য এ একজন খালি হাতেই প্রচন্ড বিষধর কোবরা সাপ ধরলেন।
ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে, একজন আধিকারিক একটি বাড়ির উপরের চালায় টালি সরাচ্ছেন সরীসৃপের সন্ধান করার জন্য। এর পরে কোবরার খোঁজ পেতেই সাপ ধরার লাঠির সাহায্যে সেটিকে পাকড়াও করছেন। তারপরে সাপটিকে নীল রঙের একটি বস্তায় বন্দি করা হয়।
সেই ভিডিও শেয়ার করেই শৈলেন্দ্র সিং লেখেন, "বনবিভাগের লোকজনদের যে কেবলমাত্র বাঘ, চিতাবাঘ বা হাতির মোকাবিলা করতে হয়, এমনটা নয়। গোয়ার কটিগাঁও অভয়ারণ্য এ কোনো আড়ম্বর ছাড়াই সঠিকভাবে কোবরাকে উদ্ধারকাজ চালানো হল।"
A clinical and fuss-free cobra rescue operation by forest officials in Cotigao Wildlife Sanctuary, Goa. (Via WA)
It's not always a tiger, leopard or an elephant that foresters have to deal with!@susantananda3 @AnkitKumar_IFS @IFS_Officers @IfsSitanshu @aakashbadhawan pic.twitter.com/8JYIVuPdB2
— Shailendra Singh, IFS (@s_singh_ifs) May 21, 2020
টুইটারে এই ভিডিও শেয়ার করার পরেই উন্মাদনার ঢেউ নেটিজেনদের মধ্যে। কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওর ভিউ ৩০ হাজার ছাড়িয়েছে। ব্যাপকভাবে শেয়ারও করা হচ্ছে এই পোস্ট।
I was thinking how he will get down with that cobra and then I saw that bag ????
— Chittaranjan (@ChittaPattnaik) May 22, 2020
/p>
&
what an idea sir ji...Using his footwear to keep the bag mouth open!...kudos????????????????????????????????
— sager???????? (@iamanindian1234) May 21, 2020
Department must equip their Forest guards with a rescue kit perhaps.Tongs & hooks to say the least. As much as I admire his will and dedication, please take note, He’s bare foot and is rescuing a cobra with a stick.
— The Forester (@TheForester16) May 22, 2020
Sir there should be some protective wear for these officials.
— Imran Khan (@Imran2195) May 22, 2020
We don't have any safety tools for our forest officer ? Open hand, open face, no safety rope ????are we are running forest department in unorganized way ? @PrakashJavdekar
— Vilas Vinayak Chavan (@VilasVinayakCh1) May 21, 2020
Why don't we have any snake catching equipment? It appears very dangerous to do such work....
— PRIYANKA RAMANATHAN (@priyaramanathan) May 22, 2020
We don't have any safety tools for our forest officer ? Open hand, open face, no safety rope ????are we are running forest department in unorganized way ? @PrakashJavdekar
— Vilas Vinayak Chavan (@VilasVinayakCh1) May 21, 2020
Super tackling by the brave man
— Ravi Teja (@RaviTej11632383) May 22, 2020
অনেক নেটিজেনই বনবিভাগের সংশ্লিষ্ট আধিকারিকের সাহসের প্রশংসা করেছেন। অনেকে আবার উদ্ধারকারী ব্যক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশও করেন।