scorecardresearch

‘টাকার বৃষ্টি’! ভাগ্নের বিয়ে, মামা ওড়াচ্ছেন লক্ষ লক্ষ টাকা, কুড়োতে উপচে পড়া ভিড়, দেখুন video  

ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাজছে যোধা আকবরের জনপ্রিয় একটি গান, আর তার মাঝেই চলছে টাকার বৃষ্টি।

note viral video,mehsana,gujarat,viral news,trending news,","headline"

বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হামেশাই নানান ধরণের ভিডিও ভাইরাল হয়। তবে ভাগ্নের বিয়েতে বাড়ির ছাদ থেকে লক্ষ লক্ষ টাকা ওড়াবেন মামা, এমন ঘটনা বোধহয় কস্মিনকালেও কেউ দেখেননি। গুজরাটের মেহসানায় এমনই এক বিয়ের অনুষ্ঠানে্র ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যা ভাইরাল হতেই বিতর্কের ঝড়।  

জানা গিয়েছে ভাগ্নের বিয়ে উপলক্ষে প্রাক্তন পঞ্চায়েত প্রধান মামা ছাদ থেকে লক্ষ লক্ষ টাকা উড়িয়ে সংবাদ শিরোনামে এসেছেন। আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, বাড়ির ছাদ থেকে মুড়ি মুড়কির মত ৫০০-২০০০ টাকার নোট ওড়াচ্ছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান মামা।  

প্রাক্তন পঞ্চায়েত প্রধান করিম যাদবের ভাগ্নে রাজ্জাকের বিয়ের অনুষ্ঠানে গুজরাটের মেহসানায় টাকার বৃষ্টি, বাড়ির ছাদ থেকে উড়ছে ১০০, ৫০০, ২০০০-এর নোট আর তা কুড়োতে বাড়ির নীচে গ্রামবাসীদের উপচে পড়া ভিড়।

ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাজছে যোধা আকবরের জনপ্রিয় একটি গান, আর তার মাঝেই চলছে টাকার বৃষ্টি। তা কুড়োতে উপচে পড়া ভিড় মানুষজনের মধ্যে। ভিডিও দেখে চক্ষু একেবারে ছানাবড়া নেটিজেনদের।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Former sarpanch showers cash at wedding event in gujarats mehsana video