New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/srilanka-minister-759.jpg)
সেই দৃশ্য়।
করোনা আবহে ভীতি কাটিয়ে সাধারণ মানুষ যাতে মাছ কেনেন, সেজন্য় সচেতনতা গড়তে সাংবাদিক বৈঠকে কাঁচা মাছ চিবোলেন তিনি।
সেই দৃশ্য়।
আতঙ্ক দূর করতে শ্রীলঙ্কার মন্ত্রী শেষে কিনা কাঁচা মাছ চিবোলেন! এমন কাণ্ড দেখে তাজ্জব হয়েছেন অনেকেই। করোনায় রীতিমতো থরহরি কম্প বিশ্বের বিভিন্ন প্রান্তে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্য়ে সংশয় তৈরি হয়েছে যে, মাছ থেকেও করোনা হতে পারে! এই ধারণা দূর করতে শেষে কাঁচা মাছ চিবোলেন শ্রীলঙ্কার এক প্রাক্তন মন্ত্রী।
নাম দিলীপ ওয়েদারাচ্চি। বর্তমানে বিরোধী দলের আইনপ্রণেতা তিনি। ২০১৯ সাল পর্যন্ত সে দেশের মৎস্য়মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। করোনা আবহে ভীতি কাটিয়ে সাধারণ মানুষ যাতে মাছ কেনেন, সেজন্য় সচেতনতা গড়তে কলম্বোয় সাংবাদিক বৈঠকে কাঁচা মাছ চিবোলেন তিনি।
আরও পড়ুন: একেই বলে ভালবাসা! প্রিয় কুকুরের সোনার মূর্তি গড়লেন প্রেসিডেন্ট
দেখুন ভিডিও:
src="https://www.youtube.com/embed/d75BhT_BKHQ" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আপনাদের দেখাতে আমি মাছটা নিয়ে এসেছি। দেশবাসীর কাছে আর্জি রাখছি, আপনারা মাছ খান। ভয় পাবেন না। আপনারা করোনায় আক্রান্ত হবেন না’’।
Read the full story in English