New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-236.jpg)
'প্রতিভাবান মেয়ের' ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
দক্ষ পায়ে বল নাচিয়ে আসর জমালেন মহিলা ফ্রি স্টাইল ফুটবলার। আর সেই ভিডিও মুহুর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এভাবে এক মহিলাকে দক্ষ পায়ে মাঠ শাসন করতে স্তম্ভিত হয়ে গিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় নানান চমকপ্রদ ভিডিও ভাইরাল হয়। মাঝে মধ্যেই সেই সকল ভিডিও অবাক করে নেটিজেনদের।
এমনই এক 'প্রতিভাবান মেয়ের' ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে এক মহিলাকে 'পায়ের আঙুলে' ফুটবল নিয়ে নাচানোর পাশাপাশি পিঠেও বল নিয়ে ভেলকি দেখাতে দেখা যায় ওই তরুণীকে। জানা গিয়েছে ওই তরুণীর নাম লিয়া লুইস।
Lia Lewis shows us her agility & ability to control a football pic.twitter.com/uahiywsVV7
— Next Level Skills (@NextSkillslevel) April 15, 2023
ভিডিওটি টুইটারে নেক্সট লেভেল স্কিলস @ নেক্সটস্কিলসলেভেলের তরফে শেয়ার করা হয়েছে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে " ফ্রি স্টাইল ফুটবলে লিয়া লুইসের দক্ষতা যা আমাদের অবাক করে"। ফ্রিস্টাইল ফুটবল হল হাত থেকে কনুই বাদ দিয়ে শরীরের যেকোন অংশ ব্যবহার করে ফুটবল নিয়ে ভেলকি দেখানোর একটা আর্ট।