New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-259.jpg)
নাম উঠলো গিনেস বুকেও।
নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে ছুটে নির্বিকারে ছুটে চলেছেন এক যুবক। আর তার এহেন কৃতিত্বের জেরেই গড়লেন বিশ্ব রেকর্ড, নাম উঠলো গিনেস বুকেও। এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। ফ্রান্সের জোনাথন ভেরো নিজের শরীরে আগুন দিয়ে দ্রুততম ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড করলেন। আপনি জেনে আরও অবাক হবেন যে তিনি অক্সিজেন সিলিন্ডারেরও আশ্রয় নেননি।
পৃথিবীতে এমন লোকের অভাব নেই, যারা বিশ্ব রেকর্ড গড়তে নিজের জীবনকে বিপদের মুখে ফেলতে পিছপা হন না। সম্প্রতি এমনই একটি বিশ্ব রেকর্ড গড়েছেন ফ্রান্সের জোনাথন ভেরো। নিজের শরীরেই ধরিয়ে দেন আগুন। সেই অবস্থায় ছুটে চলেন ১০০ মিটার রেস। সেই সময় তিনি অক্সিজেন সিলিন্ডারও ব্যবহার করেন নি।
গিনেস বুক এই তথ্য জানিয়েছে। ৩৯ বছর বয়সী জোনাথন ভেরো অক্সিজেন ছাড়াই দীর্ঘতম দূরত্বের ফুল বডি বার্ন রান অর্জন করে বিশ্বকে চমকে দিয়েছেন। জোনাথন শরীরে দাউদাউ করে আগুন জ্বলা অবস্থায় ২৭২.২৫ মিটার দৌড়েছিলেন, মাত্র ১৭ সেকেন্ডে এই কীর্তি সম্পন্ন করে তিনি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন।
New record: The fastest full body burn 100 m sprint without oxygen - 17 seconds by Jonathan Vero (France)
Jonathan also set the record for the farthest distance ran in full body burn during this attempt at 272.25 metres! 🔥 pic.twitter.com/J0QJsPNkPf— Guinness World Records (@GWR) June 29, 2023
সাফল্যের সুন্দর ছবিও শেয়ার করেছেন জোনাথন। গিনেস বুক লিখেছে, এটি এখন পর্যন্ত দেখা সেরা ছবিগুলোর একটি। জোনাথন একজন ফায়ার ফাইটার ছাড়াও, জোনাথন একজন পেশাদার স্টান্টম্যানও। তিনি বলেন, ‘আমি সবসময় আগুন নিয়ে খেলতে পছন্দ করতাম। তাই ছোটবেলা থেকে আজ অবধি আমি আগুনের সঙ্গে খেলা বন্ধ করিনি। তিনি তার বেশিরভাগ সময় আগুন নেভাতে বা ফায়ার শো’তে অংশ নিতে ব্যয় করেন। এই সময় তিনি অনেক কৌশলও দেখান। প্রতিবার নতুন রেকর্ড তৈরি করা উপভোগ করেন তিনি।