Advertisment

মাছি মারতে গিয়েই সর্বনাশ, নিজের বাড়িই ধ্বংস করে দিলেন বৃদ্ধ

বৃদ্ধ বুঝতে পারেননি বাড়ির গ্যাসের পাত্র ফুটো হয়ে গিয়েছে। সেখান থেকেই লিক করেছে গ্যাস। তাই সেই ইলেকট্রিক রাকেট গ্যাসের সংস্পর্শে আসতেই ভয়াল বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণেই রান্নাঘর পুরো ধ্বংস হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সামান্য একটা মাছি মারতে গিয়েছিলেন। তবে তার পরিণতি যে এরকম হবে তা ভাবতেও পারেননি ৮২ বছরের এক বৃদ্ধ। মাছি মারতে গিয়ে নিজের বাড়ির অধিকাংশই ধ্বংস করে দিলেন তিনি।

Advertisment

বয়স্ক সেই ব্যক্তি নিজের ডিনার খাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সেই সময়েই একটি মাছি তাঁকে বিরক্ত করতে শুরু করে। এরপরে ক্রুদ্ধ সেই ব্যক্তি সেই মাছিকে মারতে গিয়েই নিজের বাড়িতে অজান্তে বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন। যাতে তার বাড়ির অধিকাংশ অংশই নষ্ট হয়ে যায়।

আরো পড়ুন আপনার বাড়িতেও খালি গায়ে বডিবিল্ডাররা খাবার পৌঁছে দেবে, শর্ত একটাই

এমনই মজার অথচ মর্মান্তিক ঘটনা ঘটেছে ফ্রান্সের পারকু চেনদ গ্রামে। বিবিসির খবরের প্রতিবেদন অনুযায়ী, ডিনার খাওয়ার আগেই সেই মাছি ভনভন করতে শুরু করে। এরপর সেই বিরক্ত ব্যক্তি ইলেকট্রিক রাকেট হাতে তুলে নেন।

তবে সেই বৃদ্ধ বুঝতে পারেননি বাড়ির গ্যাসের পাত্র ফুটো হয়ে গিয়েছে। সেখান থেকেই লিক করেছে গ্যাস। তাই সেই ইলেকট্রিক রাকেট গ্যাসের সংস্পর্শে আসতেই ভয়াল বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণেই রান্নাঘর পুরো ধ্বংস হয়ে গিয়েছে। বাড়ির একপ্রান্তের ছাদও ভেঙে গিয়েছে।

তবে সেই ব্যক্তি সুস্থ রয়েছেন। হাতের কিছু অংশ কেবলমাত্র পুড়ে গিয়েছে। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চেক আপের জন্য। এত কাণ্ড সত্ত্বেও সেই মাছি বেঁচে রয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

বিস্ফোরণে বাড়ি আপাতত বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। তাই সেই বৃদ্ধ এখন স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। পুরো ঘটনা শুনে অনেকেরই 'মক্ষী' সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral news
Advertisment