সেলফিতে রয়েছে আরও একজন! ছবি দেখে আঁতকে উঠছে সোশ্যাল মিডিয়া

সেলফিতে দেখা যাচ্ছে, অলিভিয়া একটি 'হুডি' পরে রয়েছেন। সেই ছবি দেখেই তাঁর বন্ধুরা তাঁকে জানান, ছবিতে তিনি একা নন।

সেলফিতে দেখা যাচ্ছে, অলিভিয়া একটি 'হুডি' পরে রয়েছেন। সেই ছবি দেখেই তাঁর বন্ধুরা তাঁকে জানান, ছবিতে তিনি একা নন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভেবেছিলেন সেলফি তুলছেন। সকলেই জানে, 'সেলফি' মাত্রেই স্রেফ নিজের ছবি। সুতরাং ছবিতে একাই থাকার কথা। অথচ নিজের ছবিতে যে আরও একজন রয়েছে, তা খেয়ালই করেন নি যুবতী। এবং বন্ধুরা বলার পর ভয়ে শিউরে ওঠেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবতীর সেই সেলফি। যুবতীর নাম অলিভিয়া। যুবতীর বন্ধু গ্রেস গ্রাহাম টুইটারে তাঁর এই সেলফি ও ঘটনার বিবরণ শেয়ার করেন। এরপরই সেই ছবি দেখে চমকে উঠেছেন নেট নাগরিকরা।

Advertisment

তখনও 'হ্যাংওভার' কাটেনি, তাই অলিভিয়া একটি সেলফি তুলে বন্ধুদের গ্রুপ চ্যাটে শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, অলিভিয়া একটি 'হুডি' পরে রয়েছেন। এরপরই তাঁর বন্ধুরা তাঁকে জানান, ছবিতে তিনি একা নন। আরেকজন রয়েছে, যাকে ছবিতে দেখা যাচ্ছে। কিন্তু অলিভিয়ার নজর এড়িয়ে গিয়েছে।

Advertisment

অলিভিয়া তাদের জিজ্ঞাসা করেন, কে রয়েছে? তখন বন্ধুরা জানায়, বেশ বড়সড় একটি মাকড়সা! কিন্তু কোথায়?

publive-image সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি

publive-image হুডির মধ্যে রয়েছে মাকড়সা

ছবি জুম করলে দেখতে পাবেন, হুডির মাথায় রয়েছে মাকড়সাটি। মিররের এক প্রতিবেদনে উল্লেখ আছে, এরপর চিল চিৎকার করেন অলিভিয়া। প্রচন্ড ভয় পেয়ে যান তিনি। যেন কোনো ট্র্যাপে পড়েছেন। দৌড়ে পালানোর চেষ্টাও বৃথা যায়। তিনি জানান, "হুড নামাতে পারছিলাম না, নড়াচড়াও করতে পারছিলাম না।"

viral viral news