মুচমুচে সিঙ্গারা থেকে উঁকি দিচ্ছে মরা ব্যাঙের ঠ্যাং! নামী মিষ্টির দোকানে হুলস্থূল, দেখুন ভিডিও

Viral Video: সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ঘটনার ভিডিও ভাইরাল হয় যেখানে খাবারে টিকটিকি বা আরশোলা মৃত অবস্থায় পাওয়া যায়। তেমনই একটি ঘটনা সামনে এসেছে আরও একবার।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ঘটনার ভিডিও ভাইরাল হয় যেখানে খাবারে টিকটিকি বা আরশোলা মৃত অবস্থায় পাওয়া যায়। তেমনই একটি ঘটনা সামনে এসেছে আরও একবার।

author-image
IE Bangla Web Desk
New Update
viral

। সিঙ্গারার ভিতর থেকে উঁকি দিচ্ছে মরা ব্যাঙের ঠ্যাং!

Trending Video: নামি মিষ্টির দোকান থেকে মুচমুচে সিঙ্গারায় এক কামড় দিতেই চোখ ছানাবড়া। সিঙ্গারার ভিতর থেকে উঁকি দিচ্ছে মরা ব্যাঙের ঠ্যাং! এমনই কাণ্ডে রীতিমত হুলস্থূল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

স্টাইলিশ লুক, দুর্দান্ত ফিচার্স, বিরাট রেঞ্জ! ২৫ পয়সারও কম খরচে উপভোগ করুন ননস্টপ জার্নি

সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ঘটনার ভিডিও ভাইরাল হয় যেখানে খাবারে টিকটিকি বা আরশোলা মৃত অবস্থায় পাওয়া যায়। তেমনই একটি ঘটনা সামনে এসেছে আরও এক বার। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি বিখ্যাত মিষ্টির দোকানে তুমুল হট্টগোল । যার ভিডিওও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, কিছু গ্রাহক দোকানদারের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। আসলে ক্রেতা বেশ কয়েকটি সিঙ্গারা কিনেছিলেন। তার মধ্যে একটি সিঙ্গারায় কামড় দিতে চোখে পড়ল সিঙ্গারার ভিতর রয়েছে ব্যাঙের পা। তিনি সঙ্গে সঙ্গে দোকানদারকে তা দেখান। দোকানদারের জবাব শুনে শান্ত হওয়ার বদলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্রেতা। অভিযুক্ত দোকানদারকে হেফাজতে নিয়েছে ইউপি পুলিশ।

দুর্দান্ত মাইলেজের সঙ্গে নতুন Swift CNG আনল Maruti

Advertisment

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। হট্টগোলের পর ফুড সেফটি ডিপার্টমেন্টের টিম দোকান থেকে সিঙ্গারার নমুনা সংগ্রহ করেছেন। হট্টগোলের পর  ঘটনাস্থলে ভিড় জমে যায়। ভিডিওতে দেখা যায়, সিঙ্গারার ভিতর স্পষ্ট একটি মৃত ব্যাঙের পা উঁকি দিচ্ছে। এ নিয়ে ক্রেতা ও দোকানদারের মধ্যে বাকবিতণ্ডাও হয়। অভিযুক্ত দোকানদারের নাম রামকেশ। 

viral Trending News