Advertisment

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে স্বাধীনতা সংগ্রামী, ১০১ বছরের বৃদ্ধকে নিয়ে উচ্ছ্বসিত নেটিজেন

বেঙ্গালুরুর ফ্রিডম পার্কের রাস্তায় এসে বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। হুইল চেয়ারে বসে থাকা ওই প্রতিবাদকারীর আরেক পরিচয়, তিনি স্বাধীনতা সংগ্রামী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গোটা দেশ উত্তাল। ছাত্র ছাত্রী, শিক্ষক, অধ্যাপক থেকে শুরু করে শহর নাগরিকদের একাংশ ও কর্ম সংস্থানের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন ভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছে। এরইমাঝে সোশাল মিডিয়ায় উঠ এল এক বৃদ্ধের ছবি। যাঁর বয়স ১০১ বছর। তিনি 'দেশ ছাড়ো থেকে দেশ জোড়ো' অবধি তাঁর প্রতিবাদ চালিয়ে গেছেন। আজও থেমে নেই সে। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কের রাস্তায় এসে বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। হুইল চেয়ারে বসে থাকা ওই প্রতিবাদকারীর আরেক পরিচয়, তিনি স্বাধীনতা সংগ্রামী। তিনি এসে অনশনে যোগ দিয়েছিলেন। ডাব খেয়ে অনশন ভঙ্গ করেন।

Advertisment

এই ছবি ও ভিডিও দেখে অনুপ্রাণিত নেটিজেনরা। অনেকেই এই ঘটনার প্রশংসা করেছেন।

Read the full story in English

viral news
Advertisment