দীপিকা পাড়ুকোন নামের ধোসা খেয়েছেন নাকি আপনি?

শুধু মার্কিন মুলুকে নয়, খোদ ভারতেই রয়েছে দীপিকার নামের পরোটা থালি। সেটাও নিজের ওয়ালে রিটুইট করেছেন দীপিকা। দেখুন সই টুইট বন্যা।

শুধু মার্কিন মুলুকে নয়, খোদ ভারতেই রয়েছে দীপিকার নামের পরোটা থালি। সেটাও নিজের ওয়ালে রিটুইট করেছেন দীপিকা। দেখুন সই টুইট বন্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মশলা ধোসা খেয়েছেন, প্লেন ধোসা, চিজ ধোসা এসব তো খেয়েইছেন। তবে দীপিকা পাড়ুকোন ধোসা খেয়েছেন কি? হ্যাঁ ঠিকই শুনেছেন দীপিকা পাড়ুকোন ধোসা বিকোচ্ছে দোকানে, তাও আবার মার্কিন মুলুকে। এখানেই শেষ নয়, এই ধোসার কথা নায়িকা নিজেও শেয়ার করেছেন তাঁর টুইটার ওয়ালে।

আরও পড়ুন: কেউ বলছেন আইনস্টাইন, কেউ বা জিনিয়স, দেখে নিন খুদের খেল

Advertisment

শুরুটা কীভাবে হল গল্পটা বলা যাক তবে, ইউএস-এর একটি ভারতীয় খাবারের দোকানে সেই মেনুটি দেখতে পেয়েছেন এক নেটিজেন। সেখানে ধোসা এবং পরোটা দুই-ই ছিল দীপিকার নামে। গল্পের শেষ নয়, তাতে আবার 'টপড উইথ ফায়ারি হট ঘোস্ট চিলি।' এরপরই সেই ছবি টুইট করেন ওই ব্যক্তি। যা নিমেষে ভাইরাল হয় সোশাল সাইটে। এমনকী এই টুইট চোখে পড়েছে মস্তানিও। যা দেখে মজা পেয়েছেন তিনিও। নিজের ওয়ালেও দীপিকা শেয়ার করেছেন সেই পোস্ট, টুইটের ক্যাপশনে তিনি লিখেছেন, হোয়াট আ গ্রেড ওয়ে টু বিগিনিং টু দ্য ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।

শুধু মার্কিন মুলুকে নয়, খোদ ভারতেই রয়েছে দীপিকার নামের পরোটা থালি। সেটাও নিজের ওয়ালে রিটুইট করেছেন দীপিকা। দেখুন সই টুইট বন্যা।

Advertisment

viral