Advertisment

Success story: ডিম বিক্রেতা থেকে IAS, চমকে যাবেন এই কাহিনীতে

হাড়ভাঙা পরিশ্রম শেষে এমন সাফল্য অর্জন করে এখন বিনামূল্যে IAS-এর জন্য পড়ান এই আধিকারিক।

author-image
IE Bangla Web Desk
New Update
IAS success story, UPSC

হাড়ভাঙা পরিশ্রম শেষে এমন সাফল্য অর্জন করে এখন বিনামূল্যে IAS-এর জন্য পড়ান এই আধিকারিক

কিছু মানুষের সাফল্যের গল্প অনুপ্রাণিত করে লাখো মানুষকে। ডিম বিক্রেতা থেকে UPSC-ক্র্যাক, অবাক করা সাফল্যের এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চমকে উঠলেন হাজার হাজার মানুষ। হাড়ভাঙা পরিশ্রম শেষে এমন সাফল্য অর্জন করে এখন বিনামূল্যে IAS-এর জন্য পড়ান এই আধিকারিক। তাঁর এই কাহিনী লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে।

Advertisment

প্রিলিমিনারি কোর্স শেষের বদলে তিনি প্রথমে মেইনস পরীক্ষার সিলেবাস শেষ করেন। যার জন্য প্রিলিমস সিলেবাসের ৮০ শতাংশ কভার হয়ে যায় তাঁর। পাশপাশি তিনি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির বইগুলিও খুঁটিয়ে পড়েন। আর তাতেই আসে এই সাফল্য।

'ইচ্ছে থাকলে উপায় হয়'! এই কথাকেই ১০০ শতাংশ সত্যি প্রমাণ করেছেন আইএএস মনোজ কুমার রাই। দারিদ্রের সঙ্গে কঠিন লড়াই শেষে অবশেষে জীবন যুদ্ধে সফল তিনি। তাঁর এই জার্নি সকলকেই চমকে দিয়েছে। সংসার চালাতে জীবনের প্রথমে ডিম বিক্রি করতেন তিনি। তবুও, লক্ষ্যে তিনি ছিলেন অবিচল। UPSC-তে সাফল্য অর্জনের লক্ষ্যে তিনি চালিয়ে গিয়েছেন টানা পরিশ্রম। অবশেষে লক্ষ্যভেদ! আজ, তিনি সমাজের পিছিয়ে পড়ে মেধাবী ছাত্রদের বিনামূল্যে আইএএস-এর জন্য পড়ান।

আদতে বিহারের বাসিন্দা মনোজ কুমার রাই। ছোট থেকে সঙ্গী ছিল দারিদ্র্যতা। আর সেই চরম আর্থিক অনটন এবং প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে হাজারো চ্যালেঞ্জ কাটিয়ে তিনি তার পড়াশুনা শেষ করেন। এরপর সংসার চালাতে ডিম এবং শাকসবজি বিক্রির মত পেশাকেই বেছে নেন তিনি। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আলাপ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ধীরে ধীরে UPSC পরীক্ষার জন্য প্রস্তুত হন তিনি। অবশেষে ২০১০ সালে তিনি UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন।

viral IAS
Advertisment