scorecardresearch

ধারাভির এঁদো গলি থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেল, চেনেন বস্তির এই রাজকন্যাকে?

মডেলিং কেরিয়ার শুরু হয়েছিল ২০২০ সালে যখন হলিউড অভিনেতা রবার্ট হাফম্যানের সাহায্যেই

haravi, mumbai, slum, fashion model, viral video, instagram, twitter, forest essentials, trending,

মুম্বইয়ের ধারাভি থেকে ফ্যাশনের জগতে তোলপাড় ফেলেছেন মালিশা খারওয়া। ১৪ বছরের কিশোরীর গল্প ভাইরাল। স্বপ্ন সর্বদা সীমাহীন হওয়া উচিত। স্বপ্নের উড়ানে ভেসে যাওয়ার পথে যে কোন বাঁধাকেই জেদ আর ইচ্ছাশক্তি দিয়ে জয় করে নেওয়া যায়। মুম্বই স্বপ্নের শহর। প্রতিদিন হাজারে হাজারে মানুষ স্বপ্ন জয়ের লক্ষ্যে মুম্বই পাড়ি দেন। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধারাভির এক সাধারণ মেয়ে মালীশার কাহিনী।

সম্প্রতি একটি জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড তাদের মুখ হিসাবে মালীশাকে বেছে নিয়েছে। ‘ফরেস্ট এসেনশিয়ালস’-এর নতুন প্রচার, ‘দ্য যুবতী কালেকশন’-এর মুখ হিসাবে বেছে নেওয়া হয়েছে মালিশাকে। বস্তি থেকে রাজকন্যা হয়ে ওঠার এই গল্প অনুপ্রাণিত করবেই। মুম্বইয়ের ধারাভি বস্তির বাসিন্দা ১৪ বছরের মালীশা খারওয়া। বস্তির এই মেয়েই বর্তমানে বিশ্বখ্যাত বিলাসবহুল বিউটি ব্র্যান্ড ‘ফরেস্ট এসেনশিয়ালস’-এর নতুন প্রচার, ‘দ্য যুবতী কালেকশন’-এর মুখ। বাড়িতে ছিল না জল, কারেন্ট, অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। সেই সব বাঁধাকে অতিক্রম করে লক্ষ্য অবিচল রেখে লড়াই চালিয়েছিলেন তিনি। অবশেষে সাফল্য দুয়ারে কড়া নাড়ল।

মুম্বইয়ের ধারাভির ১৪ বছরের মেয়েটিই এখন বিখ্যাত বিউটি ব্র্যান্ডের মুখ। ইনস্টাগ্রামে তার ২ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। মডেলিং ছোট থেকেই পছন্দ ছিল মালিশার। গত তিন বছর ধরে একটানা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা মালীশা মানুষের অনেক ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। পড়াশোনার পাশাপাশি মডেলিংকেই পেশা করতে চান বস্তির এই রাজকন্যা।

মালীশা বলেছেন যে ফরেস্ট এসেনশিয়াল ক্যাম্পেইন (যুবতী সংগ্রহ) এখন পর্যন্ত তার সবচেয়ে বড় প্রজেক্ট। তার মডেলিং কেরিয়ার শুরু হয়েছিল ২০২০ সালে যখন হলিউড অভিনেতা রবার্ট হাফম্যান মুম্বইয়ে একটি মিউজিক ভিডিওর শুটিং করতে এসেছিলেন। তিনি মালীশাকে সাহায্য করার জন্য একটি ক্রাউডফান্ডিংও তৈরি করেন।  হফম্যানের সঙ্গে দেখা হওয়ার পর থেকে একাধিক বড় সংস্থার হয়ে মডেলিং করেছে মালীশা। এর মধ্যে রয়েছে বিলাসবহুল আয়ুর্বেদ শিল্পের অন্যতম বড় নাম ‘ফরেস্ট এসেনশিয়ালস’।

গত এপ্রিলে বিউটি ব্র্যাণ্ডের তরফে ইন্সটাগ্রামে এক ভিডিও শেয়ার করা হয়েছে যাতে মালিশাকে তাদের এক স্টোরে প্রবেশ করতে দেখা যাচ্ছে। দোকানটি সাজানো ছিল মালেশারই ছবি দেওয়া বিজ্ঞাপন দিয়ে। আর তা দেখে নিজের উচ্চ্বাস চেপে রাখতে পারেনি বস্তির এই রাজকন্যা। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। অনেকেই বস্তির ঘর থেকে বিলাস বহুল ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠার জন্য অভিনন্দন জানিয়েছেন মালীশাকে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: From mumbais dharavi to the world of fashion this 14 year old girls story is viral watch