New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/feature-2.jpg)
যা দেখে ভয় পেয়ে যান প্রতিবেশীরা।
রবিবার রাত নটার সময় নয় মিনিট সব লাইট নিভিয়ে প্রদীপ, টর্চ বা ফোনের ফ্ল্যাশ জ্বালাতে বলেছিলেন প্রধানমন্ত্রী। যেহুতু লক ডাউনের সময় অবসাদে ভুগতে পারে বহু মানুষ, তাই এই দাওয়াই ইতিবাচক ভুমিকা নিতে পারে বলে মনে করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু, বেশ কিছু মানুষ উদ্ভট উপায়ে পালন করলেন #৯বাজে৯মিনিট। সম্প্রতি বেশ কিছু ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে হেসে লুটোপুটি নোট নাগরিকরা।
একটি ভিডিও তে দেখা যাচ্ছে, চাদরের তলায় আলো নিয়ে বারান্দায় অন্ধকারে পাইচারি করছে। যা দেখে ভয় পেয়ে যান প্রতিবেশীরা। তাদের মন্তব্য, দেখে মনে হচ্ছিল ভূত হাঁটছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে আগুন নিয়ে করোনাকে তাড়াতে ব্যস্ত। একইভাবে অন্য আরেক ভিডিওতে দেখা যাচ্ছে, সামনে অনেক কটা প্রদীপ জ্বালিয়ে, একটি গামলা নিয়ে নিজের মাথায় মারছে। যা দেখে তাজ্জ্বব নেট দুনিয়া।
দেখুন সেই ভিডিওগুলি...
HIT ME ON THE HEAD SOMEBODY BEFORE I LOSE IT ???????? pic.twitter.com/mqaXrv2TAl
— Noodlehead (@wack_a_noodle) April 5, 2020
Undoubtedly he is the winner of the #9Baje9Minute Event ???????? pic.twitter.com/nDclEYl53h
— तमन्ना ( تمنا ) (@TamannaPankaj) April 6, 2020
Yesterday's Winner.
Best Female Participant Award goes to...#9Baje9Minutes #9baje9minute #9baje9मिनिट #Lockdown21 #lockdowneffect #coronavirusinindia #CoronavirusOutbreakindia #5April9PM9Minutes pic.twitter.com/tGMjMPyhSC
— Nirav Nagda (@niravnagda11) April 6, 2020
Speechless pic.twitter.com/9YPUrevuK5
— Sandeep Singh (@PunYaab) April 5, 2020
Read the full story in English