New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/tomato.jpg)
এখনও পর্যন্ত ৯ লাখের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন।
টমেটোর দাম আকাশ ছোঁয়া। দাম বাড়ার পিছনে নানান কারণ সামনে এসেছে। তবে হেঁশেলে আগুন লাগতেই সোশ্যাল মিডিয়া জুড়েই টমেটো নিয়ে মজার মিম ভাইরাল। ভারতের অনেক বড় শহরে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকায়। রাজনৈতিক দলগুলো যখন একে অপরকে টমেটোর দামবৃদ্ধি নিয়ে দোষারোপ করছে, তখন টুইটারে নানান মজার মিম শেয়ার করা হচ্ছে। সবজি কেনার সময় টমেটোর দাম শুনে অনেকেই টমেটো কিনতে গিয়েও পিছপা হচ্ছেন। এমন পরিস্থিতিতে ইনস্টাগ্রামে একটি 'টমেটো গান' ভাইরাল হচ্ছে, যা শুনে রীতিমত অবাক সকলেই।
টমেটোর দাম বেড়ে যাওয়া নিয়ে মিমের ছড়াছড়ি। সব্জির মূল্যবৃদ্ধিতে বেহাল অবস্থা হলেও এমন প্যারেডি শুনে খানিক হাসি ফুটছে মানুষের মুখে। কনটেন্ট ক্রিয়েটার কুশাল জনপ্রিয় গান ‘টাম টাম’-এর প্যারোডি বানিয়ে ভাইরাল হয়ে গিয়েছেন ইনস্টাগ্রামে।
টমেটো না কিনলেও মানুষজন দামবৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান মজার মেমের সাক্ষী থেকেছেন। টমেটোর দাম বৃদ্ধি নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মানুষজন এই ভিডিওটি বেশ পছন্দ করছে। এই ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি টমেটোর দোকানদারকে একশো টাকার নোট দিচ্ছেন এবং তার কাছ থেকে টমেটো কিনছেন। ভিডিওতে এই ব্যক্তিকে মনে দুঃখ নিয়ে টমেটো বিক্রেতাকে ১০০ টাকা দিতে দেখা যায়।
এর পর আরও তিন যুবক রাস্তায় এসে এই গানে নাচতে থাকেন। ব্যবহারকারীরা এই চারজনের নাচের স্টেপ এবং মুখের অভিব্যক্তি খুবই পছন্দ করেছেন। এখন পর্যন্ত ৯ লাখের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। এই গানের শুরুর কথা এরকম 'জনতা কি লাল হুই হ্যায় জব সে হুয়া হ্যায় মাহাঙ্গা টমেটো'।
সাম্বার থেকে পাও ভাজি পর্যন্ত প্রায় প্রতিটি ভারতীয় খাবারেই টমেটোর প্রয়োজন। টমেটোর দাম বেশি হওয়ায় মানুষজন বড়ই সমস্যায় পড়েছেন। এই টমেটো গানটি এক মিলিয়নেরও বেশি মানুষ শেয়ার করেছেন। এটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা এটিকে বিভিন্নভাবে মন্তব্য করতে শুরু করেন। কয়েকজন ব্যবহারকারী কমেন্টে নিজের এলাকায় টমেটোর দাম বলতে শুরু করেছেন।