New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/fan-cooling.jpg)
গরম থেকে বাঁচতে এমন কাণ্ড দেখে নেটিজেনরা একেবারে হতবাক।
গরম থেকে বাঁচার এমন কৌশল আগে দেখেননি! ভিডিওটি দেখে হেসে খুন নেটিজেনরা। প্রবল দাববাহের কবলে বিশ্বের একটা বড় অংশ। গরম থেকে বাঁচতে কুলার ও এসিই একমাত্র ভরসা। কিন্তু অনেকেই শারীরিক ও আর্থিক কারণে কুলার বা এসি ব্যবহার করতে পারেন না। এমন পরিস্থিতিতে গরম থেকে বাঁচতে অভিনব এক ভিডিও সামনে এসেছে। ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে, ভিডিও দেখে হেসে খুন নেটপাড়ার মানুষজন।
প্রতি বছর বাড়ছে গরমের দাপট। একটা সময় ছিল যখন মানুষ ফ্যান ছাড়াও স্বাচ্ছন্দ্যে দুপুরে ফুরফুরে হাওয়ায় মানুষ জীবনযাপন করত, কিন্তু বর্তমানে গরম এতটাই বাড়তে শুরু করেছে যে ফ্যান-কুলারও সামাল দিতে ব্যর্থ হচ্ছে। এ কারণেই মানুষ এখন এসি ব্যবহার শুরু করেছে। যদিও এসি ব্যয়বহুল হওয়ার কারণে সকলের পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। আজও সাধারণ মানুষের ভরসা ফ্যান। গরম থেকে বাঁচতে ফ্যানের ব্যবহারের সেরা এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে হাসির রোল নেটদুনিয়ায়।
বড় প্লাস্টিকের ভিতরে ঢুকে এবং সামনে থেকে ফ্যান চালু করেন তিনি। এমন অবস্থায় ফ্যানের হাওয়া সরাসরি তার শরীরে লাগছে। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে ওই ব্যক্তি প্লাস্টিকের ভেতরে আরামে শুইয়ে মোবাইল চালাচ্ছেন। সামনেই রাখা হয়েছে একটি ফ্যান, যার হাওয়া সরাসরি প্লাস্টিকের ভিতর প্রবেশ করছে। গরম থেকে বাঁচতে এমন কাণ্ড দেখে নেটিজেনরা একেবারে হতবাক।
ভিডিওটি টেকনিকাল_পারসনেল নামের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত ২৩ হাজারেরও বেশি বার দেখা হয়েছে, একইসঙ্গে শ'য়ে শ'য়ে মানুষ ভিডিওটি লাইকও করেছে। একই সঙ্গে ভিডিওটি দেখার পর বিভিন্ন মজার প্রতিক্রিয়াও দিয়েছেন মানুষ। কেউ বলছেন 'এটা বোকামি, এটা বিপজ্জনকও হতে পারে', আবার কেউ কেউ মজার ভঙ্গিতে বলছেন, 'পাখা বন্ধ হলেই ঠেলা সামলাবেন।