New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-196.jpg)
হাসির এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হাসির এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হাসির এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ইনি শহুরে টারজান! খরস্রোতা নদী পেরোনোর আজব উপায়, পরিণতিতে হাসির রোল নেটপাড়ার। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি টারজান হওয়ার চেষ্টা করছেন নদী পার হতে এবং শেষ পর্যন্ত নদীর জলেই পড়ে যান তিনি। হাসির এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখে আপনি হাসি থামাতে পারবেন না। প্রতিদিন কোন না কোন ভিডিও বা রিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে আমরা কখনও হাসি আবার কখনও রেগে যাই। এমনই একটি ভিডিও খুব দ্রুত ট্রেন্ড করছে, যা দেখে মানুষের হাসি থামছে না। আপনি নিশ্চয়ই ১৯৯৯ সালের মুক্তি পাওয়া টারজান নামের হলিউড মুভিটি দেখেছেন। ছবিতে টারজানকে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে, বন্য পশুপ্রাণির সঙ্গে মানিয়ে থাকতে আবার কখনও তাকে নদীতে সাঁতার কাটতে দেখা যায় আবার কখনো গাছের ঝুরির সাহায্যে নদী পার হতে দেখা যেত ।
ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তিকে একই রকম কিছু করতে দেখা যাচ্ছে। এই ব্যক্তি নিজেকে টারজান মনে করে এবং তার মতো কিছু করার চেষ্টা চালিয়ে যান। নদী পেরোনোর এক আজব উপায় মাথায় থেকে বের করেন এই ব্যক্তি। পার হতে গিয়েই হয় ভয়ঙ্কর বিপত্তি। যা দেখে নেটদুনিয়ায় হাসির রোল।
ভিডিওতে লম্বা গাছের ডালের সাহায্যে নদীর অপর পাশে পার্ক করা গাড়িতে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি। নদীর মাঝ বরাবর সেটিতে ভর দিয়ে পারাপারের চেষ্টা করতে কুপোকাৎ।
I did not understand why he came back.😂pic.twitter.com/9nHCIP7XKa
— Figen (@TheFigen_) November 9, 2023
ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) ফিগেন নামে একজন ব্যবহারকারী পোস্ট করেছেন। 16 সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত 16 লাখ মানুষ দেখেছেন।