/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-76.jpg)
অপরূপ শিল্পকর্ম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারত সফরে আসতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট জো-বিডেন। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে দু’হাজার মাটির প্রদীপ দিয়ে অপরূপ বালু ভাস্কর্য তৈরি করে চমকে দিলেন বিখ্যাত স্যাণ্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েক। সেই অপরূপ শিল্পকর্ম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর সঙ্গেই ক্যাপশনে লেখা হয়েছে “মার্কিন প্রেসিডেন্ট @JoeBiden #G20 Summit-এর জন্য #WelcomeToBharat”। পুরীর সমুদ্র সৈকতে এই স্যাণ্ড আর্ট মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।
My Sand sculpture at Puri beach by using diyas to welcome the US president @JoeBiden . 🙏
#G20Summit@g20org@MEAIndia@VedantPatel46@USAmbIndiapic.twitter.com/DPnJgBXmJ4— Sudarsan Pattnaik (@sudarsansand) September 8, 2023
বিখ্যাত বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক আবারও ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে শ্বাসরুদ্ধকর সৃষ্টি দিয়ে ইন্টারনেটকে চমকে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনকে ভারতে স্বাগত জানাতে সেরা শিল্পকর্ম ফুটিয়ে তুলে তিনি সকলকে তাক লাগিয়েছেন। ট্যুইটারে তার এই অপরূপ শিল্পকর্ম শেয়ার করেছেন শিল্পী নিজেই। আমেরিকার পতাকা ধরে থাকা জো বিডেনের একটি ‘সুন্দর কারুকাজ করা বালু ভাস্কর্য মুগ্ধ করেছে লাখো মানুষকে।
৯ সেপ্টেম্বর থেকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া G20 নেতাদের শীর্ষ সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতারা জড়ো হবেন। দুই দিনের এই সম্মেলন উপলক্ষ্যে দেশে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ একাধিক দেশের রাষ্ট্রনায়করা। এই অনুষ্ঠানের আয়োজন করা হবে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে।