Advertisment

G20-এর পতাকা হাতে ১০হাজার ফুট উঁচুতে উইং কমান্ডারের কেরামতি, দেখুন রুদ্ধশ্বাস ভিডিও!

রুদ্ধশ্বাস ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
New Update
"Wing Commander Gajanand Yadav celebrates G20 summit, Wing Commander Gajanand Yadav skydived from 10000 feet with G20 handheld flag, G20 handheld flag, G20 summit , G20 2023, Wing Commander Gajanand Yadav, viral news, trending news,

রুদ্ধশ্বাস ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জি-টোয়েন্টি সম্মেলনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সম্মেলন উপলক্ষ্যে সাজো সাজো রব দিল্লি জুড়ে। অতিথিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুত দিল্লি। জি-টোয়েন্টি সম্মেলন নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা।

Advertisment

এর মাঝেই উইং কমান্ডার গজানন্দ যাদব মাটি থেকে প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় G20 শীর্ষ সম্মেলন উদযাপন করেছেন। তিনি এয়ার ফোর্স স্টেশন ফলোদিতে G20-এর পতাকা নিয়ে ১০হাজার ফুট উচ্চতা থেকে স্কাইডাইভিং করে সকলকে চমকে দিয়েছেন। সেই রুদ্ধশ্বাস ভিডিও সোশ্যাল মিডিয়ায় সকলকে চমকে দিয়েছেন। গজানন্দ যাদব তার ক্যারিয়ারে ২৯০০ বারের বেশি আকাশ থেকে মাটিতে ঝাঁপ দিয়েছেন।

G20 সম্মেলন শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এমন পরিস্থিতিতে, দিল্লি পুলিশ আগামী চার দিনের জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার থেকেই বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের দিল্লিতে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার দিল্লি আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। এই প্রথম ভারত G20 শীর্ষ সম্মেলন আয়োজন করছে।

G-20 Summit
Advertisment