কপালে সিঁদুর, পরনে শাড়ি! রান্নাঘরে স্বামীর জন্য 'চা বানিয়ে' তাক লাগিয়ে দিলেন জার্মানি বধূ, মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিদেশি নববধূর ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে জার্মানি থেকে আসা জুলিকে শাড়ি পরে রান্নাঘরে চা বানাতে দেখা যায়।
Advertisment
ভারত সারা বিশ্বে তার সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত। এই কারণেই প্রতি বছর বিপুল সংখ্যক বিদেশী পর্যটক ভারতে পাড়ি দেয়। ভারতের এই ভাবমূর্তির কারণে বর্তমানে বহু বিদেশীকে ভারতীয়দের সঙ্গে গাঁটছড়া বাঁধতে দেখা যাচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছেন এক বিদেশি মহিলা। ভিডিওতে দেখা যাচ্ছে এক জার্মানি নববধূ শাড়ি পরে রান্নাঘরে স্বামীর জন্য চা বানাচ্ছেন। জানা গিয়েছে জার্মান ওই বধূর নাম জুলি। জার্মানির এই সুন্দরী মহিলা এক ভারতীয়কে বিয়ে করেন। তারপর থেকে ভারতীয় সংস্কৃতিকে আপন করে নিয়েছেন তিনি। পুরোপুরি ভারতীয় রঙে নিজেকে রাঙিয়েছেন জুলি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি দুই বছর আগে করোনার সময় ভারতে এসেছিলেন। এরপর তিনি ভারতেই থাকার সিদ্ধান্ত নেন। বিয়ে করেন অর্জুন শর্মা নামে এক ব্যক্তিকে।
জুলির সোশ্যাল মিডিয়ায় নমস্তেজুলি নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, যেটিতে তিনি নিজেকে ও তার স্বামীকে নিয়ে প্রতিদিন নানান খুঁটিনাটি কার্যকলাপের আপডেট শেয়ার করেন। বেশিরভাগ ভিডিওতে জুলিকে শাড়ি পরা অবস্থায় দেখা যায়। বর্তমানে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে সেটিতে জুলিকে শাড়ি পরে রান্নাঘরে চা বানাতে দেখা যায়। এ সময় সে তার স্বামীকে বলে যে তার শাশুড়ি তাকে চা বানাতে শিখিয়েছে।
জুলিকে সাধারণ ভারতীয়র মতো হিন্দিতে কথা বলতে শোনা যায়। জুলির মুখে ভাঙা হিন্দি শুনে আল্পূত নেটিজেনরা। জুলির চা বানানোর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে। খবর লেখা পর্যন্ত তার ভিডিওটি ৬৯ লাখের বেশি ভিউ পেয়েছে। একইসঙ্গে ৪ লাখের বেশি ব্যবহারকারী ভিডিওটি লাইক করেছেন। ব্যবহারকারীরা ক্রমাগত ভিডিওটিতে তাদের সুন্দর প্রতিক্রিয়া দিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং লিখেছেন জুলিকে শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছে। একই সময়ে, বেশিরভাগ ব্যবহারকারী তার 'হিন্দির প্রশংসায় পঞ্চমুখ'।