Advertisment

বহুতলের কার্নিশে ঝুলে জানালার কাচ পরিস্কার, মহিলার কাণ্ডে ভিরমি খাচ্ছে নেটদুনিয়া

ঘরের জানলা দিয়ে বাইরে বেরিয়ে সরু রেলিংয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ওই মহিলাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহিলা সটান চারতলার জানালার কার্নিশে উঠে জানালার কাঁচ মুছছেন।

ঘর-বাড়ি পরিষ্কার রাখতে কে না ভালবাসেন! সকলেই একটু সময় হাতে পেলেই নিজের ঘর বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনেকটা সময় ব্যয় করেন। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাড়ির মহিলা সটান চারতলার জানালার কার্নিশে উঠে জানালার কাঁচ মুছছেন। এই ভিডিও ভাইরাল হতেই শিউরে উঠেছেন নেটদুনিয়ার সকলেই।

Advertisment

যে মহিলা এমন ভয়ানক কাজটি করেছেন জানা গিয়েছে তিনি ওই বহুতলের চারতলায় থাকেন। সেখানকার একটি ঘরের জানলা দিয়ে বাইরে বেরিয়ে সরু রেলিংয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ওই মহিলাকে। যে প্রতিবেশী এই ভিডিওটি শুট করেছেন তিনি বলেছেন, নিজের ঘরের জানলা খুলে ওই দৃশ্য দেখে প্রথম চমকে গিয়েছিলেন তিনি। তারপর অনেকবার ওই মহিলাকে ডেকেও সারা পাওয়া যায়নি। মন দিয়ে জানলা মুছে পরিষ্কার করতেই ব্যস্ত ছিলেন তিনি। মাঝবয়সী মহিলাকে সতর্ক করার জন্য শেষ পর্যন্ত নিজের মেয়েকে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন ওই প্রতিবেশী। জানা গিয়েছে প্রতিবেশী মহিলার নাম শ্রুতি ঠাকুর। তাঁর কথায়, রবিবার সাধারণত সকলে বাড়িতেই থাকেন। বিশেষ করে দুপুরের খাবার খাওয়ার সময় বাড়িতেই পাওয়া যায় সব সদস্যদের। কিন্তু ওই ভরদুপুর বেলা এই মহিলা যে এমন বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে জানলা পরিষ্কার করবেন সেটা কেউ ভাবেনইনি। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে।

প্রতিবেশী ওই মহিলা জানিয়েছেন এই ভিডিও শুধুমাত্র সাবধান করার জন্যই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে এমন কাজ না করেন। এদিকে এই ভিডিও ভাইরাল হতেই তাতে ইতিমধ্যেই প্রায় ১৫ হাজারের বেশি লাইক পড়েছে। এবং ৫০ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে। অনেকেই মহিলার সাহসিকতায় অবাক হয়েছেন।  

viral news
Advertisment