Advertisment

টোকিওর রাস্তায় জায়েন্ট ক্যাট, দেখেই তাজ্জব

এই জায়েন্ট ক্যাটকে নিয়েই মজায় মেতেছেন সেখানকার স্থানীয় লোকজন।

author-image
IE Bangla Web Desk
New Update
Giant cat tokyo

এই সেই মার্জার

টোকিওর রাস্তায় বিশাল আকারের থ্রিডি (3D) বেড়াল, যা এখন সেখানে অন্যতম সেরা আকর্ষণ। এই “জায়েন্ট ক্যাটকে” নিয়েই মজায় মেতেছেন সেখানকার স্থানীয় লোকজন। জাপানের অন্যতম ব্যাস্ত শহর টোকিও। প্রচুর মানুষের সমাগম টোকিওর রাস্তায়। আর সেখানেই একটি বিশাল আকারের বিলবোর্ডে দেখা যাচ্ছে, ভার্চুয়াল এই “জায়েন্ট ক্যাট” টিকে।

Advertisment

কখনও দেখা যাচ্ছে বিড়ালটি মিউ মিউ করে ডাকছে, তো আবার কখনও ক্লান্তির ঘুমে মগ্ন বিড়ালটি। প্রচুর সংখ্যায় মানুষ ভিড় করে দেখছেন, ভার্চুয়াল এই “জায়েন্ট ক্যাটকে” আর উপভোগ করছেন তার অদ্ভুত সব কীর্তিকলাপ।

সংবাদ মাধ্যম সিএনএন (CNN)-এও খবরটি প্রচারিত হয়েছে। টোকিওর শিনজুকু জেলার অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশনে অবস্থিত এই বিলবোর্ডটি। ১৭ সেকেন্ডের এই ভিডিওটি টুইটারে আপলোড করেন স্থানীয় একজন। সেখানে দেখা যাচ্ছে এই “থ্রিডি জায়েন্ট ক্যাট”টি কখনও ডাকছে তো কখনও আবার দাঁড়িয়ে আছে। ভিডিওটি প্রায় ৫ লক্ষ মানুষের দেখা হয়ে গিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral Japan
Advertisment