সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে হয়েছে, যেখানে একটি বিশালাকারের কুমিরকে ‘শক্তি প্রদর্শন’ করে লোহার রডকে বেঁকিয়ে দিতে দেখা যাচ্ছে। যা দেখে সবাই হতবাক। কুমিরের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তবে এবার যে ভিডিও সামনে এসেছে তা দেখে বুক কেঁপে উঠেছে সোশ্যাল মিডিয়া ইউজারদের। রাস্তার ধারে থাকা লোহার রড দিয়ে তৈরি একটি ব্যারিকেড নিমেষেই ভেঙে দিতে দেখা যায় ভিডিওতে।
চিড়িয়াখানার ভেতরে একই ধরনের লোহার রডের বেড়ার পেছনে তৈরি একটি ঘেরে কুমিরগুলো রাখা হয়। ভাইরাল ভিডিওতে সহজেই লোহার বেষ্টনী ভেঙ্গে দিতে দেখা যাচ্ছে। @TheFigen_ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে প্রথমে একটি হিংস্র কুমিরকে লোহার রড দিয়ে তৈরি বেষ্টনীর দিকে হেঁটে যেতে দেখা যায়, তারপরে হঠাৎ করেই লোহার রড দিয়ে তৈরি সেই বেষ্টনী অতিক্রম করতে ‘মুখ ঢুকিয়ে’ সেটিকে বেঁকিয়ে ভেঙে দেয় কুমিরটি।
খবর লেখা পর্যন্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন প্রায় ২ কোটি ২০ লাখ ব্যবহারকারী। একই সময়ে, ২৮ হাজার ব্যবহারকারী এটি পছন্দ করেছেন। বেশিরভাগ ব্যবহারকারী বলছেন যে কুমিরের পক্ষে এভাবে স্টিলের রড বাঁকানো মোটেই সহজ নয়।