New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-223.jpg)
এমন ভিডিও দেখে ক্ষণিকের জন্য চোখের কোণ ভিজে যাবে।
কপালে পা তুলে উপমুখ্যমন্ত্রীকে তিলক লাগাচ্ছেন প্রতিবন্ধী এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে এক তরুণী তার পা দিয়ে ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নবিশের কপালে তিলক লাগাচ্ছেন এবং আরতি করছেন। খবর লেখা পর্যন্ত ভিডিওটি ১ লাখের বেশি ভিউ হয়েছে। একই সঙ্গে এই ভিডিওটি লাইক করেছেন ৬ হাজারের বেশি মানুষ। অনেক ব্যবহারকারী এই ভিডিওতে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করতে গিয়ে লিখেছেন- ‘খুব সুন্দর ভিডিও’।
অতি সম্প্রতি, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে তাকে এক তরুণীকে তার কপালে তিলক দিতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে ওই তরুণী তার পায়ের সাহায্যে উপ-মুখ্যমন্ত্রীর কপালে তিলক লাগাচ্ছেন, পাশাপাশি আরতি করছেন। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে ‘এই মুহূর্তগুলো জীবনে এসে মনকে ভেতরে ভেতরে নাড়া দেয়’। এমন ভিডিও দেখে চোখের কোণ ভিজে যাবে ক্ষণিকের জন্য। প্রতিবন্ধী ওই তরুণীর চোখে দীপ্তি, যেন নিয়তিকে চ্যালেঞ্জ করে বলছে, 'আমাকে পরাজিত করবে? আমি কারুর সহানুভূতি চাই না, করুণা চাই না। আমি নারী আমিই পারি’। ফড়নবীস লিখেছেন, 'এটা দেখে আমি শুধু তাকে বললাম, তুমি লড়াই চালিয়ে যাও। আমরা সবাই তোমার পাশে আছি’।
আরও পড়ুন: < সৃষ্টি আর চমক মিলেমিশে একাকার, চক দিয়েই তৈরি জগন্নাথের মূর্তি, শিল্পকর্মকে বিরাট স্বীকৃতি >
आजवर कितीतरी माता-भगिनींनी मला ओवाळलं. कपाळावर आशीर्वादाचा गंध लावला. आजही त्याच भावनेनं अंगठा कपाळाला टेकला पण तो पायाचा... हाताचा नव्हे. आयुष्यात असे हे क्षण येतात आणि आतून-बाहेरून मन थरारतं. अंगावर रोमांच उभे राहतात. डोळ्यांच्या कडा ओलावतात पण क्षणभरच. कारण पायाच्या अंगठ्यानं… pic.twitter.com/WF1X3ab7wA
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) June 27, 2023
খবর লেখা পর্যন্ত ভিডিওটি ১ লাখের বেশি ভিউ হয়েছে। একই সঙ্গে এই ভিডিওটি লাইক করেছেন ৬ হাজারের বেশি মানুষ। অনেক ব্যবহারকারী এই ভিডিওতে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করতে গিয়ে লিখেছেন- খুব সুন্দর ভিডিও। মন্তব্য করতে গিয়ে আরেক ব্যবহারকারী লিখেছেন- দারুণ ভিডিও